একের পর এক নাটক সাথে একের পর এক অভিযোগ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমস্ত পরিকল্পনা কার্যত ব্যর্থ প্রমাণিত করে আসন্ন বিশ্ব একদিনের ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সের বদলে বাবর আজমদের খেলতে নামতে হবে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামে। আজ্ঞে হ্যাঁ, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে কোয়ালিফাই ম্যাচ খেলতে ২২ গজে নামতেই হবে পাকিস্তানকে।
আজ বিশ্ব ক্রিকেট নিয়মক সংস্থার দ্বারা প্রকাশিত আসন্ন একদিনের বিশ্বকাপে সময়সূচি দেখে কার্যত স্পষ্ট যে, সমস্ত পরিকল্পনা জলে গেল পিসিবির। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের বিরুদ্ধে ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হলেই তবে তারা একদিনের বিশ্বকাপে মাঠে নামবে। তবে এদিন বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা হতেই ভেস্তে গেল পাকিস্তানের সমস্ত পরিকল্পনা।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কবে কাদের বিরুদ্ধে কোন মাঠে খেলতে নামবে পাকিস্তান-
১. ৬ই অক্টোবর- পাকিস্তান বনাম যোগ্যতা অর্জনকারী দল (হায়দরাবাদ)
২. ১২ই অক্টোবর- পাকিস্তান বনাম যোগ্যতা অর্জনকারী দল (হায়দরাবাদ)
৩. ১৫ই অক্টোবর- পাকিস্তান বনাম ভারত (আমেদাবাদ)
৪. ২০ই অক্টোবর- পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু)
৫. ২৩শে অক্টোবর- পাকিস্তান বনাম আফগানিস্তান (চেন্নাই)
৬. ২৭শে অক্টোবর- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)
৭. ৩১শে অক্টোবর- পাকিস্তান বনাম বাংলাদেশ (কলকাতা)
৮. ৪ই নভেম্বর- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (বেঙ্গালুরু)
৯. ১২ই নভেম্বর- পাকিস্তান বনাম ইংল্যান্ড (কলকাতা)