এই সপ্তাহে পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক, শাখায় যাবার আগে অবশ্যই দেখে নিন তালিকা
এই সপ্তাহে পাঁচ দিনের জন্য ব্যাংক ছুটি থাকতে চলেছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
যদি আপনি এই সপ্তাহে কোন ব্যাংকের কাজ করতে চান তাহলে সেই কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন কারণ এই সপ্তাহে কিন্তু পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। তার মধ্যে চারটি ছুটি রয়েছে রাষ্ট্রভিত্তিক ছুটি এবং একটি রয়েছে রবিবার। সবমিলিয়ে উৎসবের কারনে এই সপ্তাহে ব্যাংক থাকবে বন্ধ। তবে প্রত্যেকটি রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে এরকম কোন কারণ নেই। তবে একটি দিন ব্যাংক বন্ধ থাকবে সারাদেশে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন দিন এই সপ্তাহে ব্যাংক বন্ধ থাকছে।
প্রথমত ২৯ শে জুন তারিখটিতে ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে কারণ এটি একটি রেড লেটার ডে। এই দিন সারাদেশে ব্যাংকের কোন কাজ আপনি করতে পারবেন না। তবে এটিএম পরিষেবা এবং অনলাইন পরিষেবা চলবে।
২৮ জুন তারিখে ঈদ-উল-আযহা উপলক্ষে কেরালা মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীরে ব্যাংক বন্ধ থাকতে চলেছে। ৩০ জুন রিমা ঈদ উল আযহার কারণে মিজোরাম এবং উড়িশায় ব্যাংক বন্ধ থাকবে। ২৬ জুন খারছি পূজার কারণে ত্রিপুরায় ব্যাংক বন্ধ রাখা হচ্ছে। অন্যদিকে ২ জুলাই রবিবারের কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। চলতি বছরের জুলাই মাসে সরকারি বেসরকারি ব্যাংকগুলো ১৫ দিন পর্যন্ত বন্ধ থাকবে।