আজ, বুধবার বিকেল ৪ টায় শেষ হলো অযোধ্যা মামলার শুনানি। টানটান উত্তেজনা ছিল আজকের এই শুনানি ঘিরে। তবে শুনানি শেষে রায়দান স্থগিত করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ।
অযোধ্যার জমিতে মন্দির নাকি মসজিদ গড়ে উঠবে তাই নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই লড়াই চলছে। বিতর্কিত এই বিষয়টি রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। তারাই যবনিকা পতন হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে চলতে থাকা সেই নাটকের পরিসমাপ্তি ঘটতে চলেছে সুপ্রিম কোর্টের হাত ধরে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চে আজ ছিল তার শেষ শুনানি। রুদ্ধশ্বাস সেই শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আজ স্থগিত থাকবে রায়দান।
বিচারপতিরা জানান, ২৩ দিন পর এই মামলার রায়দান করা হবে। তবে আজকের শুনানি ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় সর্বোচ্চ আদালতে। শুনানি চলাকালীন অযোধ্যার বিতর্কিত জমির একটি মানচিত্র ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্ত্বরে।