ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ডাবের জলের উপকারিতা সম্বন্ধে আমরা সকলেই জানি। ফুটিফাটা রোদে হঠাৎ স্বস্তি দিতে ডাবের জলের তুলনা নেই। এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতেও ডাবের জল অত্যন্ত উপকারী। কিন্তু ডাবের জল যে শরীরের উপকারই করে এমনটা নয়, বরং কিছু কিছু সময় এটা শরীরের অসুস্থতার জন্যও দায়ী হয়ে যায়। জেনে নিন ডাবের জলের এমনই কিছু অপকারিতা-
১. ক্যালরি বাড়ায় ডাবের জলঃ যারা ওজন কমাতে চাইছেন তাদের ডাবের জল না খাওয়াই ভালো। ডাবের জল শরীরের ক্যালরির মাত্রা বাড়ায়। অন্য ফলের রস বা জুসের মতো ডাবের জলে চিনির পরিমাণ কম থাকলেও ডাবের জল খেলে নিমেষেই বেড়ে যায় ক্যালরি। তাই ওজন কমাতে চাইলে ডাবের জল এড়িয়ে চলুন।
২. রক্তে শর্করার মাত্রা বাড়ায়ঃ যাদের ডায়াবেটিস আছে তাদের ডাবের জল এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো। কারণ ডাবের জলে কার্বহাইড্রেট ও ক্যালরি অধিক মাত্রায় থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যেটা ডায়াবেটিস রোগীদের পক্ষে খারাপ। তাই ডায়াবেটিসের সমস্যা থাকলে ডাবের জল না খাওয়াই ভালো।
৩. রক্তচাপ বাড়িয়ে দেয়ঃ ডাবের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। ফলে প্রতিদিন খেলে রক্তের চাপ বেড়ে যায়। তাই যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের ডাবের জল না খাওয়াই ভালো। তবে হঠাৎ রক্তচাপ বা রক্তে শর্করার মাত্রা কমে গেলে ডাবের জল অত্যন্ত উপকারী।