ভারতীয় রেলের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এবং এই পরিষেবা ভারতের প্রতিটি মানুষের জন্য উপলব্ধ। খুব কম টাকার মধ্যেই আপনি ভারতীয় রেলের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। সেই কারণে ভারতীয় রেল প্রত্যেক ভারতীয়র কাছে একটা আকর্ষণের জায়গা। কিন্তু আপনি কি জানেন এই ভারতীয় রেলের পোর্টফোলিওতেই রয়েছে বিশ্বের সবথেকে দীর্ঘ রেলওয়ে প্লাটফর্ম। এই রেলবে প্লাটফর্মটি এতটাই বড় যে আপনাকে এই প্লাটফর্মের ট্রেন ধরতে হলে ১.৫ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে। তাহলে চলুন এই রেলওয়ে প্লাটফর্মের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই রেলওয়ে প্লাটফর্মটি অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যের হুবলি জেলায়। স্টেশনটির নাম হল হুবলি জংশন রেলওয়ে স্টেশন। এছাড়াও এই জংশন শ্রী সিধারুদ্ধ স্বামীজি হুবলি স্টেশন নামে পরিচিত। এই স্টেশনটির আট নম্বর প্ল্যাটফর্মটি সবথেকে দীর্ঘ প্লাটফর্ম। যদি আপনাকে এই প্লাটফর্ম থেকে কোন ট্রেন ধরতে হয় তাহলে আপনাকে একটানা ১.৫ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে। ভারত সরকারের দ্বারা এই প্ল্যাটফর্মটিকে নতুন করে সাজানো হয়েছে। এই প্লাটফর্মের মোট দৈর্ঘ্য ১৫০৭ মিটার। আর বিশ্বের এই দীর্ঘতম প্লাটফর্মটিকে নতুন করে সাজাতে খরচ হয়েছে মোট ২০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই প্লাটফর্মের উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই এই প্লাটফর্ম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে বিশ্বের সবথেকে দীর্ঘ প্লাটফর্ম হিসেবে। কর্ণাটকের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই জংশন। একদিকে বেঙ্গালুরু, অন্যদিকে হোসপেট এবং ভাস্কো দ্য গামা, বেলগাভির রেললাইন এসে যুক্ত হয়েছে হুবলির সঙ্গে। তবে, শুধু হুবলি না, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মও রয়েছে ভারতেই। একটা সময় পর্যন্ত ভারতের সবথেকে দীর্ঘ রেলওয়ে প্লাটফর্ম ছিল খড়্গপুর। ২০১৩ সালে উত্তরপ্রদেশের গোরখপুর জংশনের দুটি প্লাটফর্ম খড়্গপুরের কাছ থেকে এই তকমা ছিনিয়ে নেয়। আর এবারে গোরখপুরের কাছ থেকে এই তকমা ছিনিয়ে নিল কর্নাটকের হুবলি। দৈর্ঘ্য অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্লাটফর্ম এই মুহূর্তে উত্তরপ্রদেশের গোরখপুর জংশন। তৃতীয় দীর্ঘতম প্লাটফর্ম রয়েছে কেরলের কোল্লাম জংশনে। আর চতুর্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর।