Today Trending Newsদেশনিউজ

ভুল করেও ট্রেনে যাত্রার সময় এই ৪টি কাজ করবেন না, মোটা টাকা জরিমানা হতে পারে

যদি আপনি এই চারটি কাজ করেন তাহলে আপনার এক বছর পর্যন্ত জেল হতে পারে

Advertisement

সস্তায় নিরাপদ ভ্রমণ করার জন্য প্রত্যেক ভারতীয়, ভারতীয় রেলকে ব্যবহার করে থাকেন। বাসের টিকিট বুক করে নিজের গন্তব্যে পৌঁছানো অত্যন্ত কঠিন। সব জায়গাতে বাস যেতে পারে না, পাশাপাশি বাসে বসার এবং শোয়ার ব্যবস্থাও থাকে না ঠিক করে। তাই বাসের ভ্রমণের থেকে সবাই ট্রেনের ভ্রমণটাকেই বেশি পছন্দ করেন। কিন্তু, ট্রেন ভ্রমণ মজাদার হলেও এমন কিছু জিনিস রয়েছে যা ট্রেনে আপনার কখনোই করা উচিত নয়। এটা করলে কিন্তু আপনাকে ভারী জরিমানা সহ জেল খাটতে হতে পারে। আজ আমরা আপনাকে এমনই চারটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাকে এড়িয়ে চলা উচিত ট্রেন ভ্রমণের সময়।

১. প্রথমত ট্রেনের যাত্রা সময় ভুল করেও ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করবেন না। যদি আপনি ট্রেনের ছাদে উঠে যাবার চেষ্টা করেন তাহলে রেলওয়ে আইনের ১৫৬ নম্বর ধারা অনুযায়ী আপনার ৫০০ টাকা জরিমানা অথবা ৩ মাসের জেল হতে পারে।

২. অযথা ট্রেনে অ্যালার্ম বাজাবেন না। যুক্তিসঙ্গত কারণ ছাড়া চলন্ত ট্রেনে অ্যালার্ম টানা বেআইনি। রেলওয়ে আইনের ধারা ১৪১ এর অধীনে এক হাজার টাকা জরিমানা এবং এক বছরের জেল আপনার হতে পারে।

৩. ট্রেনে যে কোন ধরনের পোস্টার, প্যামপ্লেট বা ব্যানার রাখা রেলওয়ে আইনের নিয়মের পরিপন্থী। ১৬৬ নম্বর ধারা অনুযায়ী এটা একটা অপরাধ। সে ক্ষেত্রে আপনার ছ’মাসের জেল অথবা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

৪. ট্রেনে কোনরকম আবর্জনা বা ময়লা ফেলা একেবারে বেআইনি। সেক্ষেত্রে রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তকে প্রথম অপরাধের জন্য ১০০ টাকা এবং দ্বিতীয় অপরাধের জন্য ২৫০ টাকা জরিমানা করা হতে পারে রেলওয়ে দ্বারা।

Related Articles

Back to top button