দেশনিউজ

ভুল করেও টিকিট বুক করবেন না এই এক্সপ্রেস ট্রেনের, ১১১ টি স্টেশনে স্টপেজ দেয়

হাওড়া অমৃতসর মেল ট্রেনে চাপলে আপনি বিরক্ত হয়ে যাবেন

Advertisement

ভারতের বুকে ট্রেন পরিষেবা এমন একটি গণপরিবহন যাতে দেশের লাখ লাখ মানুষ ব্যবহার করেন। এর অন্যতম কারণ হলো গোটা ভারতের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক। আর মধ্যবিত্তদের মোটামুটি সাধ্যের মধ্যে খরচ করে দেশের এক কোনা থেকে অন্য কোনায় যেতে গেলে লাগে এই ভারতীয় রেল। আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন বা কোথাও যাওয়ার টিকিট কাটেন তাহলে ভারতীয় রেলের এই ট্রেন সম্বন্ধে আপনার অবশ্যই জানা দরকার। আসলে আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক ট্রেনের কথা জানাবো যা নামে এক্সপ্রেস ট্রেন হলেও তা যাত্রীবাহী ট্রেনের মত ধীরে ধীরে চলে।এই ট্রেনটি হচ্ছে ভারতের সর্বোচ্চ স্টপেজ দেওয়া এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

আজকের এই প্রতিবেদনে আপনাদের যেই ট্রেনের কথা বলছি সে তার যাত্রার সময় মোট ১১১ টি স্টেশনে থামে। শুনে অবাক লাগল এটাই সত্যি। ট্রেনটির নাম হল হাওড়া অমৃতসর মেল। তালিক অনুসারে এই ট্রেনটি একটি এক্সপ্রেস ট্রেন হলেও যাত্রীরা এতগুলি স্টপেজে থামার কারণে ব্যাপক বিরক্ত হন। এই ট্রেনটি পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের মধ্যে চলে। এটি তার যাত্রাপথে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা হয়ে পাঞ্জাবে পৌছায়। ট্রেনটি হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত মোট ২০০৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ১১১ স্টেশনে থেমে এই পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে প্রায় ৩৭ ঘন্টা।

হাওড়া থেকে সন্ধ্যা ৭:১৫ টার সময় এই হাওড়া অমৃতসর মেল তার যাত্রা শুরু করে এবং তার যাত্রার তৃতীয় দিনে ট্রেনটি অমৃতসরে পৌঁছায় সকাল ৮:৪০ এ। এই ট্রেনটির স্লিপার ক্লাসের ভাড়া ৭৩৫ টাকা। অন্যদিকে এই ট্রেনের থার্ড এসি এবং সেকেন্ড এসির ভাড়া যথাক্রমে ১৯৫০ টাকা এবং ২৮৩৫ টাকা। এছাড়া ট্রেনটির ফাস্ট এসির ভাড়া ৪৮৩৫ টাকা। এই ট্রেনটির প্রত্যেকটি বড় শহরে স্টপেজ রয়েছে। তাই ট্রেনটিকে প্রায় ১১১ টি স্টেশনে থামতে হয়। তুলনার জন্য আপনাকে জানিয়ে রাখি ভারতের দীর্ঘতম রুটে চলে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস তার মোট যাত্রাপথে মোট ৪২৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং এটি শুধুমাত্র ৫৯ টি রেলস্টেশনে থামে।

Related Articles

Back to top button