West bengal monsoon update: ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টাবে আবহাওয়া, দক্ষিণে বেড়ে যাবে তাপমাত্রা এবং উত্তরে রয়েছে কমলা সতর্কতা
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল একদিন
উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বৃষ্টি আরো ৫-৬ দিন মত চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গেই দক্ষিণবঙ্গে আরও দুদিন পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের দিকে ৩-৪ জেলায় ভারী বৃষ্টি আগামী ২৪ ঘন্টায় চলবে। সোমবার থেকে বৃষ্টি আরো কমবে দক্ষিণবঙ্গে তবে বুধবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আদ্রতা জনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
নিম্নচাপ অক্ষর এই মুহূর্তে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মুহূর্তে উত্তর দক্ষিণ বিহার উত্তর প্রদেশ এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত অবধি চলে গেছে এই অক্ষরেখা। দক্ষিণবঙ্গে একদিকে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি এবং তার সাথেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনদিন পর থেকে বৃষ্টির পরিমাণ আরো কমবে এবং আগামী ৪৮ ঘন্টায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপরের দিকে চার-পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ ২-১ পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকে তাপমাত্রার সাথে সাথেই আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের তিনটি জেলা অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন পর্যন্ত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার থেকে মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে। তবে কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল।