7th Pay Commission: কেন্দ্রীয় কর্মচারীরা আবারও ধনী হবেন, মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ৪ শতাংশ
এই মুহূর্তে কনজিউমার প্রাইস ইনডেক্স সূচক অনুসারে অনেকটাই এগিয়ে রয়েছে এই সূচক
কেন্দ্রীয় সরকারি কর্মচারীর একটা দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা এক জুলাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। এটা সেই তারিখ যেদিন তাদের মহার্ঘ ভাতা ব্যাপকভাবে বৃদ্ধি করার কথা ছিল। জুলাই থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা। এআইসিপিআই সূচক অনুসারে মে মাসের এই স্কোর ০.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা ভারতের কনজিউমার প্রাইস ইনডেক্স বিচার করলে এই অনুপাত আসছে।
এর ভিত্তিতেই প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা গণনা করা হয়। এই বছর মে মাসে এই সূচক ১৩৪.৭ প্রমাণকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এপ্রিল মাসে এই সূচক ছিল ১৩৪.২। সেই নিরিখে ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সূচক। এর ফলে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী মহার্ঘ ভাতার স্কোর ৪৫.৫৮ শতাংশ হয়ে দাঁড়িয়েছে। যদিও জুন মাসের এই সূচক এখনো আসেনি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হবে সেপ্টেম্বর মাসে।
সপ্তম বেতন কমিশন অনুসারে শ্রম ব্যুরো পাঁচ মাসের জন্য এই সূচক পরিসংখ্যান প্রকাশ করেছে। এর মধ্যে জানুয়ারিতে সুযোগ সব থেকে শক্তিশালী থাকলেও ফেব্রুয়ারি মাসে মহার্ঘ ভাতার স্কোর কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে এই সূচক কিছুটা নিচের দিকে নামলেও মার্চ মাস থেকে শুরু করে আবার এই সূচক ঊর্ধ্বমুখী। এর পাশাপাশি এপ্রিল মাসে আরো একটি বড় লাফ দেখা গেছে এই সূচকে। ফলের সব মিলিয়ে এখন পরিসংখ্যান অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি শুধুমাত্র সময়ের অপেক্ষা।