খেলাক্রিকেট

World Cup 2023: ‘নো ভিশন’…..বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ! বিরাট অভিযোগ আনলেন প্রাক্তনী

গত ৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের জন্য বিশ্বকাপের মূল পর্বে স্থান পেল না ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

৪৮ বছরের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এমন দুর্ঘটনা ঘটলো প্রথমবার। বিশ্বকাপের মূল পর্বে জায়গা হলো না দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। শুনে অবাক হচ্ছেন? গত শনিবার সুপার-৬ রাউন্ডে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর স্বপ্ন ভঙ্গ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। যার পর থেকে সংবাদ শিরোনামে তীব্রভাবে সমালোচিত হচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটপ্রেমীদের দ্বারা তো বটেই, সাথে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারদের দ্বারাও সমালোচিত হচ্ছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা।

আসন্ন একদিনের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের চরম পরিণতির জন্য অবশেষে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। তিনি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটাই ওয়েস্ট ইন্ডিজের স্থির অবনতি। গত ৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের জন্য বিশ্বকাপের মূল পর্বে স্থান পেল না ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজের এই পরিণতির জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদের দিকে আঙ্গুল তোলা জেনে শুনে ভুল হবে। কারণ এই পরিণতির সূত্রপাত অনেক আগে থেকেই ঘটে গিয়েছিল।’

ইয়ান বিশপ আরও বলেন,’একটা সময় আমরা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ক্রিকেটকে শাসন করেছি। ৮০-৯০ সালের দিকে অপরাজেয় দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বর্তমানে আমাদের পরিকল্পনার অভাব এবং দুর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ক্রিকেটের সাথে সংযুক্ত না থাকার কারণে এই অবনতি ঘটেছে।’

তিনি তার বক্তব্যে আরও যোগ করেন,’ ৮০-র দশকে যেভাবে আমরা ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছিলাম তা হয়তো আর কখনো করতে পারবে না আমাদের ক্রিকেটাররা। আমি মনে করি অন্যান্য দলগুলি এখন দীর্ঘ ফরমেটের ক্রিকেটে বেশ ভালো ফলাফল করছে। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের স্বাদ গ্রহণ করতে গিয়ে সম্ভবত সঠিক রাস্তা হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রত্যাবর্তন করতে জানি আমরা। অবশ্যই খুব শীঘ্রই শক্তিশালী হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ।’

Related Articles

Back to top button