FD-তে সুদ বাড়িয়েছে YES BANK, গ্রাহকরা আরও টাকা উপার্জনের সুযোগ পাবেন
এবার থেকে আপনারা ইয়েস ব্যাংকে একাউন্ট খুলে আরো বেশি টাকা পাবেন
২ কোটি টাকার কম ফিক্স ডিপোজিট একাউন্টের ক্ষেত্রে নতুন করে সুদের হার সংশোধন করেছে ইয়েস ব্যাংক। এই মুহূর্তে সাত দিন থেকে দশ বছরের মধ্যে পরিপক্ক ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে একটি নতুন অফার শুরু করেছে ইয়েস ব্যাংক কর্তৃপক্ষ। এই সময়কালের মধ্যে সাধারণ মানুষের জন্য ৩.২৫ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এখন নতুন ফিক্স ডিপোজিট রেট ৩ জুলাই ২০২৩ থেকে কার্যকর হতে শুরু করেছে।
এই মুহূর্তে ৭ দিন থেকে ১৪ দিনের মধ্যে পরিপক্ক হওয়া ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ব্যাংক ৩.২৫ শতাংশ সুদ দিচ্ছে। ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে ৩.৭০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ইয়েস ব্যাংকের পক্ষ থেকে। অন্যদিকে ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৪.১০ শতাংশ। ৯১ দিন থেকে ১৮০ দিনের ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ করেছে ইয়েস ব্যাংক।
অন্যদিকে ১৮১ দিন থেকে ২৭১ দিন এবং ২৭২ থেকে ১ বছরের মধ্যে পরিপক্ক একাউন্ট এর ক্ষেত্রে ০.১০ শতাংশ সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েস ব্যাংক। অন্যদিকে এক বছর থেকে ১৮ মাসের মধ্যে যে একাউন্টের মেয়াদ পূর্তি হচ্ছে সেগুলিতে ৭.৫০ শতাংশ করে সুদ এখন পাওয়া যাবে। ১৮ মাস থেকে ৩৬ মাসের মধ্যে মেয়াদ পূর্তি হওয়া ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাবে ৭.৭৫ শতাংশ সুদ। সর্বশেষ ৩৬ থেকে ১২০ মাসের মধ্যে পরিপক্ক হওয়া ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদ দেওয়া হবে ৭ শতাংশ। তবে এছাড়াও প্রবীণ নাগরিকরা প্রতিক্ষেত্রেই ০.৫০ শতাংশ করে অতিরিক্ত সুদ পাবেন।