বর্তমান যুগে ব্যাংকিং ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষের জীবন। আসলে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থা অন্যতম হয়ে উঠেছে। আর যত মানুষ এই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ততই ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। আগে মানুষকে টাকা তুলতে অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হত। সময়ের সাথে সাথে আজকাল প্রত্যেকের হাতেই রয়েছে এটিএম কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি যখন যেখানে খুশি টাকা তুলে নিতে পারেন। তবে এবার আবার এমন প্রযুক্তি এলো যে এবার এটিএম থেকে টাকা তুলতে লাগবে না এটিএম কার্ডও। আপনাদের জানিয়ে রাখি SBI চলতি সপ্তাহে তাদের ডিজিটাল অ্যাপ্লিকেশন Yono তে একটি নতুন ফিচার এনেছে। কি সেই সুবিধা?
SBI সম্প্রতি চালু করেছে ICCW বা ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল। এই প্রসঙ্গে এসবিআই এর চেয়ারম্যান দীনেশ খাড়া জানিয়েছেন যে এসবিআই অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সমাধান অফার করার জন্য নিরন্তন পরিশ্রম করে চলছে। দেশের আর্থিক স্বাধীনতা এবং সুবিধার ক্ষমতায়ন করতে এবং গ্রাহকদের নির্বিঘ্ন এবং আনন্দদায়ক ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য ইয়োনা অ্যাপ সম্পূর্ণ নতুন কায়দায় এবং নতুন ফিচার নিয়ে লঞ্চ করা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবার থেকে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল সুবিধার অধীনে এসবিআই এবং অন্যান্য ব্যাংকে গ্রাহকরা তাদের ইউপিআই কিওয়ার ক্যাশ কার্যকারিতার মাধ্যমে যেকোনো ICCW সক্ষম এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। এছাড়া নতুন Yono অ্যাপে এসেছে স্ক্যান অ্যান্ড পে এর মত ফিচারও।