বিগত সপ্তাহ থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। জেলার আবহাওয়া এখন অনেকটা পরিবর্তিত হয়েছে এবং বিগত বেশ কিছুদিন যাবত ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হলেও মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা গিয়েছে।
মঙ্গলবার পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে মোটামুটি ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে পুরুলিয়ার তাপমাত্রার পারদ কমতে পারে এমনটাই মনে করা হচ্ছে। শহর কলকাতা সহ শহরতলীর আশেপাশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দার্জিলিং কালিম্পং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের উপরের দিকে তিনটি জেলা অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা মিলিয়ে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪-৫ দিন দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।