পুলিশ মহকুমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ২৫ হাজার হোমগার্ডকে। যোগীর রাজ্যে বাজেটের অভাব দেখিয়ে হঠাৎই হোমগার্ডদের সরিয়ে দেওয়ায় কাজ হারান অসংখ্য মানুষ। সরকারের সমালোচনায় মুখর হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। চাপের মুখে পিছু হটতে বাধ্য হয় যোগী সরকার।
পুলিশ মহকুমা থেকে সরানো হোমগার্ডদের পুনরায় কাজ দেওয়া হবে বলে জানালেন বিভাগীয় মন্ত্রী চেতন চৌহান। এদিন তিনি বলেন, কাজ থেকে সরানো মানেই চাকরি চলে যাওয়া নয়। বাজেটের সাথে সামঞ্জস্য রেখে সকল হোমগার্ডকে কাজ দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, যে হোমগার্ড আমাদের কাছে আসবে তাদের কাজ দেওয়া হবে। কাউকেই বেরোজগার করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
একই সাথে তিনি জানান, অর্থমন্ত্রক হোমগার্ডদের জন্য আলাদাভাবে বাজেট পেশ করায় সমস্যার সৃষ্টি হয়। কথা বলে সেই সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে আশাবাদী তিনি। তবে ওই বাজেটের মধ্যেই সবাইকে কাজ দিতে হবে। সেক্ষেত্রে মাসে গড়ে ২৫ দিনের জায়গায় প্রত্যেকে কাজ পাবেন ১৫ দিন।