Vande Bharat Train: বন্দে ভারত ট্রেনের যাত্রীদের জন্য সুখবর! এবার এই ট্রেনগুলির ভাড়া কমবে
স্বল্প দূরত্বের বন্দে ভারত ট্রেনগুলিতে যাত্রীর অভাবের কথা মাথায় রেখে ভাড়া কমানো হবে
ভারতীয় রেলওয়ে তাদের পরিষেবা উন্নত করার জন্য নিরন্তন পরিশ্রম করে চলেছে। এই পরিশ্রমের ফলাফল হলো গোটা দেশে বন্ধে ভারত এক্সপ্রেসের নেটওয়ার্ক বিস্তৃত করা। তবে এই সেমি হাই স্পিড ট্রেনের প্রত্যেকটি রুটেই ভাড়া সাধারণের তুলনায় বেশি হয়। তাই এই অত্যাধুনিক ট্রেনের পরিষেবা নেওয়া মধ্যবিত্ত মানুষদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাই যে বন্দে ভারত ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় সুখবর দিচ্ছে ভারতীয় রেল। এবার সরকার স্বল্প দূরত্বের বন্দে ভারত এক্সপ্রেসগুলির টিকিটের মূল্য পর্যালোচনা করবে। এর মধ্যে থাকবে ছোটরুট যেমন দিল্লী দেরাদুন।
আসলে আপনাদের জানিয়ে রাখি দীর্ঘদিন ধরেই স্বল্প দূরত্বের বন্দে ভারত এক্সপ্রেসগুলিতে খুব একটা বেশি ভিড় হচ্ছে না। যেখানে অন্যান্য ট্রেনে বহুদিন আগে থাকতে টিকিট পাওয়া যায় না সেই রুটেই বন্দে ভারতে এক্সপ্রেস কম যাত্রী নিয়ে চলছে। আর এর অন্যতম কারণ হলো এই সেমি হাই স্পিড ট্রেনের অত্যাধিক ভাড়া। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার ভারতীয় রেল এই স্বল্প দূরত্বের রুটগুলিতে ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোন কোন রুটে কমবে ভাড়া?
ভারতীয় রেলওয়ে অনুসারে ইন্দোর ভোপাল, ভোপাল জবলপুর এবং নাগপুর বিলাসপুর এর মত বন্দে ভারতের ট্রেনের ভাড়া কমবে। তথ্য অনুযায়ী নাগপুর বিলাসপুর বন্দে ভারত ট্রেনের মাত্র ৫৫ শতাংশ আসন ভর্তি হয়। জুন মাসে ভোপাল জবলপুর বন্দে ভারত এক্সপ্রেস এর মাত্র ৩২ শতাংশ আসন পূর্ণ হয়েছিল। ভোপাল ইন্দোর রুটে ২১ শতাংশ আসন পূর্ণ হয়। তাই রেলওয়ের এক সিনিয়ার আধিকারিক বলেছেন, ‘ভারতীয় রেল বন্দে ভারত ট্রেন এবং বিশেষ করে স্বল্প দূরত্বের ট্রেন গুলিতে ভাড়া কমানোর কথা চিন্তা-ভাবনা করছে। এই ট্রেনগুলিতে যাতে বেশি সংখ্যক মানুষ যাতায়াত করতে পারে তাই চায় ভারতীয় রেল। ট্রেনের সিট পূর্ণ করতে তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রেল।‘