সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হয়েছে। থেকে থেকেই নেটমাধ্যমে এই ধরনের ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি পবন সিং ও মোনালিসাকে রোমান্টিক দৃশ্যে দেখা গিয়েছে পর্দায়। বাড়ির মধ্যেই ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন হিট জুটি তারা। সম্প্রতি তাদের এই ভিডিওটিই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোজপুরি দর্শকরাও এই ভিডিও নিয়ে বেশ মাতামাতি করছেন সোশ্যাল মাধ্যমে, তা তাদের মন্তব্য দেখেই বোঝা গিয়েছে।
সম্প্রতি যে গানের ঝলক ভাইরাল হয়েছে সেই ঝলকে ফুলশয্যার ঘরে মোনালিসার সাথে ক্যামেরার সামনেই ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে পবন সিংকে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম মোনালিসা। সেই কথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় মোনালিসা ও পবন সিংয়ের এই ভাইরাল হওয়া রোমান্টিক ঝলক উষ্ণতা ছড়িয়েছে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে। আর সেই দৃশ্য যে তাদের অনুরাগীরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। সেই ভিডিওই সকলের জন্য রইল আরো একবার।
জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ওয়েব মিউজিক থেকেই প্রায় ৬ বছর আগে পবন সিং ও মোনালিসার এই গানের দৃশ্য শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ২ কোটিরও বেশি মানুষের কাছে। ঝলকে একেবারে বিয়ের সাজগোজেই ‘পালা সটাকে’র তালেই তাল মিলিয়েছিলেন তারা। উল্লেখ্য গানের ঝলকটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সরকার রাজ’এর। এই গানের কথা দিয়েছিলেন মনোজ মাতলাবি। সুর দিয়েছিলেন ছোট বাবা। পর্দায় এই গানটি গাইতে শোনা গিয়েছিল ছবির স্বয়ং অভিনেতা-গায়ক পবন সিংকেই। দীর্ঘসময় পর নিজেদের প্রিয় জুটির এই ঝলক পুনরায় ভাইরাল হতে দেখে খুশি ভক্তরাও, যার একাধিক ঝলক মিলবে কমেন্টবক্সেই।