Bullet Train: কেমন হবে ভারতের প্রথম বুলেট ট্রেন? শীঘ্রই শুরু হবে কাজ
ভারতের এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই ভারত সরকার জোর তোড়জোর করে কাজ শুরু করেছে
খুব শীঘ্রই দেশে বুলেট ট্রেন চলতে শুরু করবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভারত সরকার। মুম্বাই থেকে আমেদাবাদ এর মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর জন্য NHSRCL সম্প্রতি একটি টেন্ডার তৈরি করেছে। ১১ হাজার কোটি টাকা ব্যয় করে ২৪টি E5 সিরিজের সিকানশান ট্রেন সেট কিনতে চলেছে এই সংস্থা। ভারত সরকার ২০২৭ সালের মধ্যে আমেদাবাদ থেকে মুম্বাই করিডোরে প্রথম বুলেট ট্রেন চালানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ঠিক সেই কারণেই নতুন ট্রেন কেনা নিয়ে তোড়জোড় শুরু করেছে সংস্থা।
ইতিমধ্যেই, এই সংস্থাটি টেন্ডার প্রস্তাবের আমন্ত্রণপত্র জারি করেছে। আরোহী কোম্পানিগুলিকে অক্টোবরের শেষের দিকে তাদের দরপত্র জমা দেওয়ার জন্য আবেদন জানিয়েছে তারা। প্রতিটি ট্রেন সেটে দশটি কোচ থাকবে যাতে ৬৯০ জন যাত্রী বসতে পারবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও প্রচন্ড গরম আবহাওয়া এবং ভারতীয় পরিস্থিতি অনুযায়ী ট্রেন সেটে সামান্য পরিবর্তন করা হবে। ১১ হাজার কোটি টাকা ব্যয় করে এই ট্রেন সেট কেনার জন্য টেন্ডার তৈরি হয়েছে। সিকানশান হাই স্পিড ট্রেনের জন্য ব্যবহৃত প্রযুক্তির নামানুসারে এই ট্রেনের নামকরণ করা হয়েছে। মূলত জাপানি কোম্পানিগুলিকেই সুযোগ দেওয়া হবে বলে খবর।
কিছু জাপানি কোম্পানি হিটাচি রেল এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি এই ধরনের বিশেষ ট্রেন তৈরি করে। বর্তমানে এই ট্রেনের দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা না হলেও, খুব শীঘ্রই যে মুম্বাই থেকে আমেদাবাদের মধ্যে এই বুলেট ট্রেন চলাচল শুরু হবে তা বোঝাই যাচ্ছে। গুজরাটে এক মাসে তিনটি নদীর উপরে সেতু তৈরি করা হয়েছে। ন্যাশনাল হাইস্পিড রেল করিডোর আধিকারিকরা বলছেন চব্বিশটি সেতুর মধ্যে চারটি গত ছয় মাসের মধ্যে নির্মিত হয়েছে। দেশের এই উচ্চভিলাসি বুলেট ট্রেন প্রকল্পের সম্পূর্ণ খরচ হতে চলেছে ১.১৬ লক্ষ কোটি টাকা। তবে এই খরচ বাড়তেও পারে। আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে বুলেট ট্রেন দক্ষিণ গুজরাটের সুরাট এবং বিলিমোরার মধ্যে চালু হতে পারে।