Indian Railway: কেন রেলওয়েতে প্রথম শ্রেণীর টিকিট এত দামি, কী কী সুবিধা পাওয়া যায়, জানুন
আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তাহলে আপনাকে অবশ্যই এই ব্যাপারে জেনে রাখতে হবে বিস্তারিত
রেলপথকে ভ্রমণের সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহার করেন অনেকেই। আপনি যদি রেল পথে ভ্রমণ করেন তবে আপনি অবশ্যই জানেন ট্রেনে ভ্রমণের জন্য বেশ কিছু বিভাগ রয়েছে যে সমস্ত বিভাগের টিকিট আপনি কাটতে পারেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো জেনারেল, স্লিপার, ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি। কিন্তু এই বিভাগগুলির মধ্যে রয়েছে ভাড়ার পার্থক্য। তবে তার সাথেই আপনি অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা ও পেতে পারেন যদি আপনি একটু বেশি ভাড়া দিয়ে ট্রেনের টিকিট কাটেন।
আপনারা হয়তো সকলেই জানেন ফার্স্ট এসির ভাড়া থার্ড এসির থেকে প্রায় তিনগুণ হয়। অর্থাৎ প্রায় প্লেনের টিকিটের দাম এর মত ফার্স্ট এসি ক্লাসের টিকিটের দাম হয়ে যায়। তবে স্লিপার ক্লাস এবং জেনারেল বগীর ক্ষেত্রে দামটা একটু অন্যরকম। সেসবের দাম আবার অনেকটাই কম। কিন্তু সে ক্ষেত্রে আপনি কোন বিশেষ সুযোগ সুবিধা পাবেন না। আসুন জেনে নেওয়া যাক যদি আপনি প্রথম এসিতে টিকিট কাটেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন।
আপনি যদি প্রথম এসিতে টিকিট কাটেন তাহলে অন্যান্য ক্যাটাগরির থেকে অনেক বেশি সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনার কাছে ব্যক্তিগত কেবিনের সুবিধা থাকবে যেখানে আপনি শুধুমাত্র দুটি সিট বুক করতে পারবেন। এছাড়াও প্রথম এসিতে টিকিট বুক করলে, খাবার ব্রেকফাস্ট এবং চা-কফি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এই খাবার অন্যান্য বগির থেকে অনেক বেশি সুস্বাদু। এর পাশাপাশি এই খাবার তৈরি করতে অনেক বেশি ভালো মানের জিনিস ব্যবহার করা হয়।
এর সাথে সাথেই আপনি যদি এমন কোন ভ্রমনে যেতে চান যেখানে আপনি নিজের গোপনীয়তা বজায় রাখবেন, সে ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এসি একটি দুর্দান্ত বিকল্প। আপনি যদি দুজন ভ্রমণ করেন তাহলে এই কামরা আপনার জন্য সবথেকে ভালো। ফাস্ট ক্লাসে যে সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন, সেই সুযোগ-সুবিধা কিংবা প্রাইভেসি আপনি অন্যান্য কামরায় কিন্তু পাবেন না। পাশাপাশি এখানে আপনি শান্তিপূর্ণভাবে ভ্রমণ করতে পারবেন এবং আপনাকে কোন যাত্রী বিরক্ত করতেও আসবেনা। তবে প্রথম এসির ক্ষেত্রে সব থেকে বড় বিষয়টি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি এখানে খুবই পরিষ্কার কেবিন পেয়ে যাবেন। আর এই কোচের ক্যাটারিং শুধুমাত্র এই কেবিনের যাত্রীদের জন্যই চালানো হয়।