ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আসছে Amazon Prime Day, জলের দরে পাওয়া যাবে জিনিসপত্র, ৮০ শতাংশ পর্যন্ত মিলবে ছাড়

স্বাভাবিকভাবেই এই আমাজনের এই প্রাইম ডে অফারের জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ

Advertisement

খুব শীঘ্রই আসতে চলেছে অ্যামাজনের অ্যানুয়াল প্রাইম ডে ডিল ইভেন্ট। আগামী ১৫ এবং ১৬ জুলাই এই সেল হওয়ার কথা। এই দিনগুলিতে আপনি আমাজনে ৪৫ হাজার নতুন প্রোডাক্ট পেতে চলেছেন। দাবি করা হচ্ছে প্রাইম ডে ২০২৩ কে উদযাপন করার জন্য একেবারে জোরদার প্রস্তুতি নিতে শুরু করেছে amazon। অ্যামাজন ইন্ডিয়ার প্রাইম এন্ড ডেলিভারি এক্সপেরিয়েন্সের ডিরেক্টর অক্ষয় সাহি বলেছেন, প্রাইম ডে তে সমস্ত ক্যাটাগরিতে সবথেকে কম দামে জিনিসপত্র পাওয়া যাবে। এই বছরে ৪৫ হাজারের বেশি সামগ্রী নিয়ে আসা হচ্ছে amazon-এর এই দিনে। মনে করা হচ্ছে এতদিনের মধ্যে এই সংখ্যাটা সব থেকে বেশি হতে চলেছে। বড় বড় ব্র্যান্ড এই প্রাইম ডে তে অংশ নিচ্ছে। Samsung থেকে শুরু করে Oneplus এর মত ব্র্যান্ড এই দিন তাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসবে অ্যামাজন প্লাটফর্মে।

স্বাভাবিকভাবে অ্যামাজনের এই দিন উপলক্ষে মুখিয়ে রয়েছে গোটা দেশ। কতটা সস্তায় প্রিয় জিনিসটা নিজের প্রিয় মানুষকে দেওয়া যাবে সেই নিয়ে আগ্রহ রয়েছে অনেকের মধ্যেই। অনলাইনে যারা কেনাকাটা করতে বেশ অভ্যস্ত তারা ইতিমধ্যেই এই নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। অনেকেই খোঁজখবর নিতে শুরু করেছেন এই দিন কি কি পাওয়া যেতে পারে সেই নিয়ে। অত্যন্ত দ্রুততার সাথে অ্যামাজন সমস্ত সামগ্রী ডেলিভার করছে। অর্থাৎ যদি অর্ডার করার দিন অর্ডার করার ঠিক পরের দিনেই আপনার কাছে জিনিস চলে আসবে অ্যামাজনের তরফ থেকে।

একাধিক কোম্পানির প্রোডাক্টে ৭০ শতাংশ ডিসকাউন্ট থাকতে পারে এই দিন। Maybelline, Renee, Plum, Nivea এর মত বিভিন্ন ব্র্যান্ডের জিনিসে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, Adidas, Puma, Skeechers এর মতো ব্রান্ডের উপরে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, L’Oreal, Forest Essentials, Kama Ayurveda এর মতো কোম্পানির জিনিসের উপর ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Related Articles

Back to top button