ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Nabanna recruitment: দপ্তরে কর্মীর হিসাব তলব নবান্নর, রাজ্যজুড়ে সরকারি কর্মী নিয়োগের বড় সম্ভাবনা

লোকসভা ভোটের মুখে সরকারি চাকরির একটা বিরাট সুযোগ করে দিচ্ছেন নবান্ন

Advertisement

কেন্দ্রীয় হারে মহার্ঘ্যতার দাবিতে দীর্ঘদিন ধরে সুর চড়িয়েছেন সরকারি কর্মীদের একাংশ। তার মধ্যে আবার জুন মাসে বড় ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা দেওয়া হচ্ছিল। এবার সেটা বাড়িয়ে দেড় থেকে দুই লাখ পর্যন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। তারই মধ্যে এবার নতুন করে রাজ্যজুড়ে নতুন কর্মী নিয়োগ করা হতে পারে বলে জানানো হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে কটি অনুমোদিত পদ রয়েছে সেগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এগুলোতে কত করে কর্মী রয়েছে তার একটা হিসাব চেয়ে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে এই প্রসঙ্গে চিঠি পাঠানো হয়েছে। কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর আগামী দুই মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে। সূত্রের খবর রাজ্য সরকারের লোয়ার আপার হেড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসারের জন্য যে কটি পদ রয়েছে সেখানে কতজন কাজ করছেন তার একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। আগামী ৩০ শে জুনের নিরিখে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

প্রশাসনিক স্তরের কর্মকর্তাদের একাংশের অনুমান, নবান্ন এই শূন্য পদের রিপোর্ট জানতে চেয়েছে যাতে সেখানে অবিলম্বে পদোন্নতির মাধ্যমে সেই পদ পূরণ করা সম্ভব হয়। ফলে, এই বিষয়টি সরকারি কর্মীদের জন্য নিঃসন্দেহে একটি খুশির খবর। সরকারি নির্দেশিকা অনুযায়ী সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসের সমস্ত পদোন্নতি তিন মাসের মধ্যে শেষ করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল।

Related Articles

Back to top button