দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে এসেছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় আগের থেকে কম বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবেই। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কয়েক জায়গায়। তবে দার্জিলিং কালিম্পং এর তুলনায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে যার অভিমুখ ওড়িশার দিকে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যার উপর অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটির প্রভাবেই মূলত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, গোয়ালিয়র সিদ্ধি ডালটনগঞ্জ হয়ে হলদিয়ার উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
লক্ষ লক্ষ SBI গ্রাহকদের জন্য বড় খবর, এখন না জানলে কিন্তু পরে পস্তাতে হবে
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আদ্রতা জনিত অস্বস্তি, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দুই জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। তবে রবিবারের পর বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে।
কলকাতায় থাকবে মেঘলা আকাশ। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বটে। বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, জলীয় বাষ্পের কারণে আদ্রতা জনিত অস্বস্তি থেকেই যাবে। কলকাতা শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি এবং ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ১৯.৯ মিলিমিটার।