নিউজদেশ

গরীবের জন্য আসছে বন্দে ভারত এক্সপ্রেস, ভাড়া কম হবে, করতে হবে না রিজার্ভেশনও

সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের উন্নতির নিদর্শন

Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। হাওড়া থেকে ইতিমধ্যেই চালু হয়েছে ২ টি বন্দে ভারত ট্রেন। অন্যান্য কয়েকটি রাজ্যেও দৌড়াচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন সেমি হাই স্পিড ট্রেন যেন দেশের উন্নতির প্রতীক। তবে এই ট্রেন ইতিমধ্যেই পেয়েছে বড়োলোকের ট্যাগ। এই ট্রেনের ভাড়ার অঙ্ক দেখলেই কথার মানে বুঝতে পারবেন। তবে এবার সেই দিন শেষ। এবার সাধারণ মানুষের জন্য বন্দে ভারত-এর মতো সুবিধাসহ একটি নন এসি ট্রেন চালু করা হবে। যদিও বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে বলে সূত্রের দাবি।

জানা গিয়েছে যে সাধারণ মানুষের কথা ভেবে এই নন এসি বন্দে ভারত এক্সপ্রেসের কথা ভাবছে রেল। এই নতুন ট্রেনের প্রোটোটাইপ ২০২৩ সালের শেষের মধ্যে তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। অবশ্য এখনও পুরোটাই পরিকল্পনা স্তরে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে লোকোমোটিভের সাহায্যে চলবে এই নতুন ট্রেন। বিশেষ বিষয় হল ভারতীয় রেলে সাধারণত একটি লোকোমোটিভ থাকে। তবে এই নতুন ট্রেনের দুই দিকেই লোকোমোটিভ থাকতে পারে। এরফলে ট্রেনের গতি বাড়বে। এই এলএইচবি ট্রেনে ২ টি লাগেজ, গার্ড এবং দিব্যাং কোচ থাকবে। এছাড়া থাকবে ৮ টি সেকেন্ড ক্লাসের জেনারেল কোচ ও ১২ টি স্লিপার কোচ। দাবি করা হচ্ছে, এই সব কোচগুলিই হবে নন এসি।

এই ট্রেন লঞ্চ হলে এর ভাড়া সাধারণ মানুষের কথা বিবেচনা করে করা হবে। ট্রেনের কিছু নির্দিষ্ট নাম ঠিক না হলেও এর নকশা তৈরি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ারকস এ। বিশেষ বিষয় হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলিও শুধুমাত্র ICF-এ তৈরি করা হচ্ছে। তাই আশা করা যেতে পারে পরের বছরের শুরু থেকেই ভারতে নেমে যাবে বন্দে ভারত এক্সপ্রেস।

Related Articles

Back to top button