জীবনযাপনসম্পর্ক

কিভাবে বুঝবেন আপনার সম্পর্কটা ভালো না খারাপ?

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কোনো সম্পর্কে লিপ্ত হয়ে আপনার মন কি বিষিয়ে যাচ্ছে। প্রায়ই কি এমন মনে হয় আপনি খুব খারাপ রয়েছেন আর বাকিরা সবাই খুব ভালো রয়েছে। তাহলে হতে পারে আপনি যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কটি ভালো নয়। দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারলে আপনার শরীর ও মনের উপর প্রভাব পড়তে পারে।
জেনে নিন কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনি বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছেন:

১) আপনাকে যদি কোনো কাজে উৎসাহ না দেন:
অপর পক্ষের কাছ থেকে যদি কোনরকম উৎসাহ না পান তাহলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।

২) আপনি সারাদিন কি করবেন সেই রুটিন যদি আপনার সঙ্গী ঠিক করেন:
আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। প্রত্যেকের নিজের ইচ্ছেতে কাজ করার স্বাধীনতা রয়েছে। আপনি সারাদিনে কি কাজ করবেন তা যদি আপনার সঙ্গী ঠিক করে দেয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।

৩) জোর করে যৌন মিলন:
মনে রাখবেন জোর করে যৌন মিলন কিন্তু ধর্ষণের সমান। আপনার সঙ্গী যদি যৌন মিলনে জোর করে তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।

৪) আপনাকে সম্মান করে না:
একটা সম্পর্কের মূল ভিত্তি হলো একে অপরকে সম্মান করা। আপনার সঙ্গী যদি আপনাকে সকলের সামনে অপমান করে, তাহলে এমন সম্পর্ক কখনোই টিকবার নয়।

৫) আপনি সব কথা সহজে জানাতে পারেন না:
সম্পর্কের মূল ভিত্তি হলো দুজনের মধ্যে বোঝাপড়া। দুজনকে মন খুলে সকল কথা বলতে পারাটাই হচ্ছে সম্পর্কের মূলভিত্তি। সেখানে যদি আপনি কোনো কথা বলতে না পারেন বা লুকিয়ে যেতে হয়। এমন সম্পর্ক থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসুন।

Related Articles

Back to top button