বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্বকের একাধিক সমস্যায় ভুগছেন বহুমানুষ। সেইকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অনেকসময় চারিদিকের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ইত্যাদি কারণবশত না চাইতেও ত্বকের একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণকে। আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান ঘরোয়াভাবেই সম্ভব। ত্বকের অতিরিক্ত আঠালোভাব দূর করে তাকে আরো বেশি উজ্জ্বল করতে ঘরেই নিম্নে উল্লিখিত এই পাঁচ ধরনের ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।
১) হলুদ ও অ্যালোভেরা- প্রথমে একটি পাত্রে এক চা চামচ এলোভেরা জেল ও আধা চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পর ১৫-২০ মিনিট সেই প্রলেপ ত্বকে লাগিয়ে রেখে পরে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে মুখ। এটি ত্বকের অতিরিক্ত চিটচিটে কিংবা আঠালো ভাব দূর করতে ভীষণভাবে কার্যকরী।
২) হলুদ ও মধু- প্রথমে একটি পাত্রে এক চা চামচ মধু ও তার মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেটি নিজের গোটা মুখে প্রায় ১০-১৫ মিনিট লাগিয়ে রাখলেই তফাৎ নজরে আসবে। এটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সহায়ক।
৩) মুলতানি মাটি ও গোলাপ জল- প্রথমে একটি পাত্রে এক চামচ মুলতানি মাটি ও পরিমাণমতো গোলাপজল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সিটি গোটা মুখে লাগিয়ে শুকাতে দিতে হবে বেশ কিছুক্ষণ। পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে। পাশাপাশি ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। বজায় থাকবে ত্বকের টানটান ভাবও।
৪) বেসন ও টক দই- প্রথমে একটি পাত্রে এক চামচ বেসন ও আধা চামচ টক দই নিয়ে নিতে হবে। এরপর সেটি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঘন প্রলেপ তৈরি করতে হবে। এবার এই ফেসপ্যাকটি গোটা মুখে ভালো করে লাগিয়ে ১৫ মিনিটের জন্য শুকাতে দিতে হবে পরে ভালোভাবে পরিষ্কার জল দিয়েই ধুয়ে নিতে হবে মুখ। এটি ত্বককে এক্সফোলিয়েট করে্ ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে।
৫) নিম ও হলুদ- প্রথমে একটি পাত্রে এক চা চামচ নিম পাতার পেস্ট এক চুটকি হলুদ ও এক চা চামচ জল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে এই ধুয়ে নিতে হবে গোটা মুখ। সপ্তাহে যদি দু’বার করে এই ফেসপ্যাক মুখে লাগানো যায় তবে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হওয়ার পাশাপাশি দূর হবে ত্বকের একাধিক সমস্যাও।