ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RTO জারি করতে শুরু করেছে BH সিরিজের নম্বর প্লেট, শুধুমাত্র এই লোকেরাই পাবেন এই সুবিধা, জেনে নিন বিশেষত্ব কি

কিছুদিন আগেও ভারত সরকার অধীনস্থ লোকজন গাড়ি কেনার পরে রাজ্য পরিবর্তনের কারণে চিন্তায় থাকতেন

Advertisement

রাজ্য পরিবর্তন করতে হলে ভারতের মানুষের সব থেকে বড় সমস্যা হয়ে যায় গাড়ির নম্বর প্লেট নিয়ে। কিন্তু গত বছর ভারত সরকার এই বড় সমস্যার একটা সমাধান করেছে। এখন ভারতে একটি বিশেষ ধরনের নম্বর প্লেট শুরু করা হয়েছে যার নাম বি.এইচ নম্বর প্লেট। এই সিরিজের নম্বর প্লেটের নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে ভারতে এবং এই নম্বর প্লেট থাকলে রাজ্য পরিবর্তন করলেও গাড়ির রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে না।

সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক এই জাতীয় ব্যক্তিদের সমস্যার সমাধান করেছে যাদেরকে মাঝেমধ্যেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয়। যারা সাধারণত কাজের কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হন তাদেরকে এই ধরনের নাম্বার প্লেট গ্রহণ করা উচিত। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের পর এখন এই সমস্ত ঝামেলা থেকে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। তার পাশাপাশি এই সিরিজের নম্বর প্লেট গ্রহণ করাও খুব একটা কঠিন নয়। ২ বছরে একবার ট্যাক্স দিয়েই এই নম্বর প্লেট পাওয়া যায়। তার পাশাপাশি যে কোন রাজ্যেই খুব সহজে নিয়ে যাওয়া যায় এই গাড়ি। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরনের নম্বর প্লেট দেওয়া শুরু হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা সারা দেশে বিভিন্ন অফিসে কাজ করেন তাদেরকে মূলত এই নম্বর প্লেট দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পরিষেবা শংসাপত্র এবং পরিচয় পত্র দিয়ে এই নম্বর প্লেট নিতে হবে। যাচাই করনের পর যদি সমস্ত নথি ঠিকঠাক থাকে তাহলে সেই ব্যক্তিকে বি এইচ সিরিজের নম্বর প্লেট বরাদ্দ করা হবে। অন্যদিকে যদি কর্মী বেসরকারি সংস্থায় কাজ করেন তাহলে তাকে ৬০ নম্বর ফরম জমা করতে হবে প্রথমে। তারপরেই এই BH সিরিজের নম্বর প্লেট দেওয়া হবে।

Related Articles

Back to top button