নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে প্রিয়াঙ্কা চৌধুরী কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই দেখে নিন।
প্রিয়াঙ্কা চৌধুরীর নাচের এই ঝলকটি ‘ত্রিমূর্তি ক্যাসেটস্’থেকে ৫ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার পাতায় । বর্তমানে নেটমাধ্যমে এই ঝলকটি পৌঁছে গিয়েছে ৩৭ লাখেরও বেশি মানুষের কাছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ৫ বছর আগেকার ভাইরাল হওয়া ভিডিওতে প্রিয়াঙ্কাকে একটি জনপ্রিয় হিট হরিয়ানভি গানের তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঝলকে প্রিয়াঙ্কা চৌধুরীকে নীল রঙের সালোয়ারেই দেখা গিয়েছিল। সাথে নিয়েছিলেন মানানসই গোলাপি ওড়নাও। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের সামনে ‘ম্যা কিসিকা ছোরি’র তালেই নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। এদিন জনপ্রিয়, হিট উল্লেখ্য হরিয়ানভি গানটি বেশ উপভোগ করেই নাচ্ছিলেন প্রিয়াঙ্কা, তা সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। পাশাপাশি প্রিয়াঙ্কার নাচ যে উপস্থিত সমস্ত দর্শকরাও বেশ উপভোগ করছিলেন, তা তাদের উচ্ছ্বাসেই স্পষ্ট ছিল। সম্প্রতি প্রিয়াঙ্কার আগের এই নাচের ভিডিওটিই যে পুনরায় হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে ভাইরাল হয়েছে, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।