ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Savings Account: এই ৫টি ব্যাংক এখন দিচ্ছে সেভিংস একাউন্টের উপরে সবথেকে বেশি সুদ, আপনার অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে?

এই ৫টি ব্যাংক ভারতের সবথেকে বড় ব্যাংকের মধ্যে একটি

Advertisement

সারা দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের চাহিদা এবং সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলার পরিষেবা প্রদান করে থাকে। অনেক ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে আকর্ষণীয় সুদের হার অফার করে, যা গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হয়। সেভিংস অ্যাকাউন্টের সুদের হার দৈনিক ক্লোজিং ব্যালেন্সের ভিত্তিতেই গণনা করা হয়।

ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টে দেওয়া সুদ মাসিক বা ত্রৈমাসিক ব্যবধানে আপনার অ্যাকাউন্টে জমা হয়। সেভিংস অ্যাকাউন্টে কত সুদ দেওয়া হবে তা নির্ভর করে সম্পূর্ণ ব্যাঙ্কের উপর। কিছু ব্যাংকের সুদের হার বেশি থাকে আবার কিছু ব্যাংকের থাকে কম। আপনাদের জানিয়ে রাখি যে, প্রতিটি ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার দেয়। FD হোক বা সেভিংস একাউন্ট, তাদের ক্ষেত্রে সুদের হার অনেকটাই বেশি। তাহলে চলুন দেখা যাক SBI, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, PNB, কানারা ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে কত সুদ দিচ্ছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – SBI

১০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স সহ সেভিংস অ্যাকাউন্টের জন্য সুদের হার ২.৭০ শতাংশ এবং ১০ কোটি টাকার বেশি ব্যালেন্সের জন্য ৩ শতাংশ৷

HDFC ব্যাঙ্ক

HDFC ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৫০ লক্ষ টাকার নিচে ব্যালেন্সের জন্য ৩ শতাংশ এবং ৫০ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের জন্য ৩.৫০ শতাংশ৷

ICICI Bank

ICICI ব্যাংকে ৫০ লক্ষ টাকার কম ব্যালেন্সের ক্ষেত্রে সুদের হার হবে ৩ শতাংশ। ৫০ লক্ষ টাকার বেশি ব্যালেন্সে ৩.৫ শতাংশ সুদের হার থাকবে।

PNB ( পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক )

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১০ লক্ষ টাকার কম ব্যালেন্সে ২.৭০ শতাংশ সুদের হার দেয়। ১০ লক্ষ থেকে ১০০ কোটি টাকার কম অ্যাকাউন্ট ব্যালেন্সে ২.৭৫ শতাংশ সুদের হার প্রদান করে৷ আর ১০০ কোটি টাকা বা তার বেশি অ্যাকাউন্ট ব্যালেন্সে ৩% সুদ দেয়।

কানারা ব্যাঙ্ক

কানারা ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ২.৯০ শতাংশ থেকে ৪ শতাংশের মধ্যে সুদের হার অফার করে। ২০০০ কোটি টাকার বেশি পরিমাণের উপর সর্বাধিক ৪% সুদ প্রদান করা হয়।

Related Articles

Back to top button