ব্যাকফুটে পাকিস্তান! এই পদক্ষেপ না নিলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
বিনোদ পাল: ফের সন্ত্রাসকে সাহায্য করার জন্য পাকিস্তানের নাম উঠে এলো। ফিনান্সিয়াল টাস্ক ফোর্স এর তরফ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, ‘২০২০-র ফেব্রুয়ারির মধ্যে পুরো অ্যাকশন প্ল্যান সম্পূর্ণ করতে হবে। এবং উন্নয়ন মূলক পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে। আর তা যদি না করে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যদিও কয়েকদিন ধরেই পাকিস্তানকে ধূসর তালিকাতেই রাখা হবে নাকি কালো তালিকাভুক্ত করা হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ১৯৮৯ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নজর রাখার জন্যে এই এফ এ টি এফ সংস্থা তৈরি হয়। সূত্রের খবর ২০১৯ সালের শুরুতে এফ এ টি এফ -র প্রেসিডেন্ট মার্শাল বিলিংগস্লিয়া বলেছিলেন পাকিস্তান এফ এ টি এফ-র নিয়মকানুন মেনে চলছেনা। তার জন্যেই পাকিস্তানের পাশে থাকতে চাইনা কোনও দেশই।
গত বছরে এই সংস্থাটি পাকিস্তানকে ধূসর তালিকায় রাখে এবং তাকে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে চলতি বছরের অক্টোবর মাস অবধি সময় দেওয়া হয়। সেইসঙ্গে এও বলা হয় যে যদি পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ না নেই তাহলে তাকে কালো তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি এমনটা হয় তাহলে বিশ্ব অর্থনীতির বাজারে বড়সড় ধাক্কা খাবে পাকিস্তান।