বর্তমান যুগে একটা ভালো চাকরির খোঁজে প্রতিনিয়ত থাকে মানুষ। অল্পকিছু বেশি রোজগারের জন্যেও সর্বদা চেষ্টায় থাকে মধ্যবিত্ত। তবে এমন পরিস্থিতিতে যদি সামান্য পরিশ্রমেই ঘরে প্রতিদিন ১০০০ টাকা করে আসে তাহলে, তা মন্দ হয় না। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ভালো চাকরি পাওয়া মুখের কথা নয়। তবে এক্ষেত্রে যদি কেউ নিজের মতো করে বাড়িতে বসেই কাজ চালিয়ে যেতে চান তাহলে, তাদের জন্য ব্যবসায়ই শ্রেয়। কম খরচে ব্যবসা শুরু করতে চান অনেকেই। এবার তারই উপায় হাতের মুঠোয়। জেনে নিন বিস্তারিত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতুলনামূলক কম খরচায়তেই আটার ব্যাবসা শুরু করা সম্ভব। প্রথমে বাজার থেকে একটি ভালো মানের নিজেদের পকেট অনুযায়ী গম গুঁড়ো করার মেশিন কিনে নিতে হবে। অবশ্য সেই মেশিন কত দামের কিনবেন! তার সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই। এরপর সেই মেশিন নিজের বাড়িতে কিংবা বাজারের কোন একটি অংশে রেখেই নিজের ব্যবসা শুরু করে দেওয়া যায়। তবে হিসাব অনুযায়ী, শুরুতে ৫০০০০ টাকা মত বিনিয়োগ করতেই হবে গম গুঁড়ো করার মেশিনের পিছনে। যদি ভালোমতো এই ব্যবসা শুরু করা যায় ও ভালো মানের আটা ক্রেতাদের মধ্যে সরবরাহ করা যায় তবে প্রতিদিন ঘরে অন্তত ১০০০ টাকা করে আসবে। যদি এই ব্যবসা ভালোভাবে চালানো যায় তবে ১০০০ টাকার বেশিও আয় হতে পারে প্রতিদিন। তবে বসে না থেকে তুলনামূলক কম খরচাতেই শুরু করে দিন এই ব্যবসা।