সম্প্রতি এক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২৮% করে জিএসটি নির্ধারণ করা হবে বেশ কিছু বিষয়ের উপর। এই নিয়ে রীতিমত সরগরম জাতীয় রাজনীতি। গত বুধবার গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল বা জিএসটি কাউন্সিল ঘোষণা করেছে যে অনলাইন গেমিং, হর্স রেসিং এবং ক্যাসিনোতে ২৮ শতাংশ করে জিএসটি নেওয়া হবে। এই সিদ্ধান্তের কথা অফিসিয়ালি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
জানা গিয়েছে যে আগামী ১ ই অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। সীতারামনের সভাপতিত্বে এবং রাজ্যের মন্ত্রীদের সমন্বয়ে গঠিত কাউন্সিল, ১১ জুলাই তার শেষ বৈঠকে অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়ের ক্ষেত্রে বাজির সম্পূর্ণ অভিহিত মূল্যের উপর ২৮% কর আরোপের অনুমোদন দিয়েছে। তবে বৈঠকের সময়, দিল্লি, গোয়া এবং সিকিম অনলাইন গেমিং ট্যাক্সের পর্যালোচনা করতে চেয়েছিল। এবার সেই প্রসঙ্গে প্রেস কনফারেন্সে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
জানানো হয়েছে যে এই অনলাইন গেমিং, হর্স রেসিং এবং ক্যাসিনোতে ২৮ শতাংশ জিএসটি নির্ধারণ করা হবে নাকি সেই নিয়ে পর্যালোচনা করা হবে এই নিয়ম কার্যকর হওয়ার ৬ মাস পরে। এই প্রসঙ্গে নির্মলা সীতারামন জানিয়েছেন, ‘অনলাইন গেমিং, হর্স রেসিং এবং ক্যাসিনোতে ২৮% জিএসটি ১ লা অক্টোবর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এটিও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সিদ্ধান্তটি কার্যকর হওয়ার ছয় মাস পরে পর্যালোচনা করা হবে। আমি যখন বলি ছয় মাস তার মানে নয় আজ থেকে শুরু করে, কার্যকর হওয়ার পরে ৬ মাস।‘