ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যান ৮% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, এক্ষুনি অ্যাকাউন্ট খুলুন

বর্তমানে ভারতের বিভিন্ন ব্যাংক সেভিংস ব্যাংক একাউন্টের ক্ষেত্রে নানা রকম সুদের হার অফার করছে

Advertisement

ভারতের সবথেকে নিরাপদ কয়েকটি একাউন্টের মধ্যে অন্যতম হলো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই একাউন্টে আপনার টাকা সুরক্ষিত থাকে এবং সাথেই আপনি জমা করা টাকার উপরে ব্যাংক থেকে সুদ পেয়ে থাকেন। কিন্তু সেভিংস ব্যাংক একাউন্টের ক্ষেত্রে সুদের হার কিছুটা হলেও কম অন্যান্য একাউন্টের থেকে। সব ব্যাংক আপনাকে একই পরিমাণ সুদ দেয় না। আমরা আপনাকে আজ সেই সমস্ত ব্যাংকের সম্পর্কে জানাতে চলেছি যা আপনাকে সেভিংস ব্যাংক একাউন্টের উপরে সর্বাধিক সুদ দিতে চলেছে।

১. ডিসিবি ব্যাংক : এই ব্যাঙ্ক ১০ কোটি থেকে ২০০ কোটির কমের মধ্যে ব্যালেন্সের উপরে ৮% সুদ প্রদান করছে সেভিংস ব্যাংক একাউন্টের ক্ষেত্রে।

২. ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক : এই ব্যাংকটি ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার মধ্যে ব্যালেন্সের ক্ষেত্রে ৭.৫ শতাংশ সুদ প্রদান করছে।

৩. আইডিএফসি ফার্স্ট ব্যাংক : এই ব্যাঙ্ক ১০ লক্ষ থেকে ৫ কোটি টাকার কম ব্যালেন্স এর ক্ষেত্রে ৭% পর্যন্ত সুদ অফার করছে।

৪. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক : এই ব্যাংকটি ৫ লক্ষ থেকে ২ কোটি টাকার মধ্যে ব্যালেন্সের ক্ষেত্রে ৭ শতাংশ সুদ দিচ্ছে সেভিংস ব্যাংক একাউন্টে।

৫. ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক : এই ব্যাংকটি ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার কম ব্যালেন্স এর ক্ষেত্রে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে এবং ৫ কোটি থেকে ১০ কোটি টাকার কম ব্যালেন্সের ক্ষেত্রে ৭% সুদ দিচ্ছে।

Related Articles

Back to top button