এসবিআই গ্রাহকদের জন্য বড় খবর। নতুন নিয়ম চালু করা হচ্ছে ব্যাঙ্কের তরফ থেকে। জানা যাচ্ছে, এসবিআইয়ের যেকোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা করতে গেলে আলাদা করে চার্জ নেবে ব্যাঙ্ক। ডিপোজিট মেশিন থেকে টাকা জমা দিতেই লাগবে এই চার্জ। জেনে নিন বিস্তারিত।
এটিএম মেশিনের মাধ্যমে যেকোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা করা যায়। এই এটিএম মেশিনের সাথে বেশিরভাগ সময় নগদ টাকা জমা দেওয়ার মেশিন যুক্ত করা থাকে। আর এই মেশিনের সূত্র ধরেই সাধারণেরা নগদ টাকা জমা দিতে পারে। ব্যাঙ্কে না গিয়ে এই মেশিনের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে খুব সহজেই নগদ টাকা জমা করানো সম্ভব। তবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই নোটগুলি যেন একেবারে পরিষ্কার হয়। কারণ ভাঁজ খেয়ে যাওয়া কিংবা নোংরা নোট মেশিন দ্বারা গৃহীত হয় না। উল্লেখ্য শুধুমাত্র ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোটই জমা করা যায় মেশিনে।
মেশিনের মাধ্যমে টাকা জমা করলে সাথে সাথে ঐ গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। আর টাকা ঢোকার সাথে সাথেই ২৫ বার তার বেশি টাকা কেটে নেওয়া হয় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে। অবশ্য সেই টাকার পরিমান নির্ভর করে জমা হওয়া টাকার অঙ্কের উপর। উল্লেখ্য, প্রতি লেনদেনের সীমা ৪৯০০০ টাকা। এটিএম মেশিনের মাধ্যমে পিপিএফ, আরডি ও লোন অ্যাকাউন্টেও টাকা জমা করা যায়।