Royal Enfield: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশ্যে এলো রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক
ইলেকট্রিক বাইক নির্মাণের ওপর জোর দিয়ে কোম্পানির সিইও সিদ্ধার্থ লাল বলেছেন, এটি তাদের রয়েল এনফিল্ডের জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে জনপ্রিয় বাইক রয়েল এনফিল্ডের ইলেকট্রিক ভার্সন। ইতিমধ্যে কোম্পানির কর্মকর্তারা নতুন ইলেকট্রিক গাড়ির প্রোটোটাইপ প্রকাশ্যে এনেছে। যা দেখার পর রাতের ঘুম উঠতে শুরু করেছে বাইক প্রেমীদের। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে যে কয়টি কোম্পানি বাইক নির্মাণ করে থাকে, রয়েল এনফিল্ড তার মধ্যে অন্যতম। সৌখিন গাড়ি বিক্রি করার হিসেবে দেশের 80% বিক্রি করে থাকে রয়েল এনফিল্ড।
পেট্রোল ইঞ্জিনের বাইক নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক বাইক নির্মাণের ফলে ভারতের বাজারে রয়েল এনফিল্ডের চাহিদা বিশেষভাবে বুদ্ধি পাবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। বিষয়টি মাথায় রেখে কোম্পানিটি 2023-24 অর্থবছরের জন্য প্রায় 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে ইলেকট্রিক বাইক নির্মাণ খাতে। কোম্পানির সিইও সিদ্ধার্থ লাল সম্প্রতি শেয়ার করেছেন যে, তারা বর্তমানে প্রোটোটাইপের পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং তাদের বৈদ্যুতিক গাড়ির (EV) উদ্যোগের বাণিজ্যিক দিকগুলি তদারকি করার জন্য একদম বিশেষজ্ঞ কর্মী কর্মরত রয়েছে।
ইলেকট্রিক বাইক নির্মাণের ওপর জোর দিয়ে কোম্পানির সিইও সিদ্ধার্থ লাল বলেছেন, এটি তাদের রয়েল এনফিল্ডের জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে। ইলেকট্রিক গাড়ি নির্মাণ খাতে আগামী বেশ কয়েক বছরের মধ্যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে রয়েল এনফিল্ড। যার ফলে, ইলেকট্রিক গাড়ি নির্মাণ শিল্পটি দীর্ঘস্থায়ী হবে। রয়েল এনফিল্ডের তরফ থেকে আরও বলা হয়েছে, বর্তমানে ইলেকট্রিক প্রোটোটাইপ গাড়িটিতে বিশেষভাবে পরীক্ষণ এবং পর্যবেক্ষণ চলছে। তবে দুর্দান্ত এই বাইকের দাম এবং কি কি ধরনের আধুনিক ফির্চাস যুক্ত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানিটির কর্মকর্তারা। মনে করা হচ্ছে, 2024 সালের শেষ লগ্নে ভারতসহ বিশ্বের 60টি দেশে ইলেকট্রিক রয়েল এনফিল্ড লঞ্চ করা হবে।