ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office scheme : এই পোস্ট অফিস প্রকল্পে ৫ লক্ষ টাকা রাখলে আপনি হবেন উপকৃত, বিস্তারিত জানুন

আপনি কি এই মুহূর্তে ঝুঁকিমুক্ত রিটার্ন করছেন? তাহলে এখানে টাকা রাখলে আপনার টাকা ডুবে যাওয়ার ভয় থাকবে না

Advertisement

আপনি কি এখন একেবারে ঝুঁকিমুক্ত রিটার্ন খুঁজছেন? তাহলে আপনাকে পোস্ট অফিসের এমন একটি স্কিম এর ব্যাপারে আমরা জানাতে চলেছি যেখানে আপনার কোনোভাবেই টাকা ডুবে যাওয়ার ভয় থাকবে না। পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি sbi এর সমস্ত প্রকল্পের থেকে অনেক বেশি পরিমাণ সুদ পেয়ে যাবেন। স্টেট ব্যাংকে ৫ বছরের ফিক্স ডিপোজিটের সুদের হার মাত্র ৬.৫ শতাংশ। কিন্তু আপনি পোস্ট অফিসে যদি পাঁচ বছরের ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন। আর এক বছরের জন্য টাকা রাখতে চাইলে আপনি সুদ পাবেন ৬.৯ শতাংশ। একইভাবে দুই বছরের জন্য পেয়ে যাবেন ৭% এবং তিন বছরের মেয়াদে ৭ শতাংশ সুদ আপনি পাবেন।

উদাহরণ স্বরূপ আপনি যদি পোস্ট অফিসে টাকা জমা রাখতে শুরু করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন এবং ১১৪ মাসে আপনার টাকা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। উদাহরণ স্বরূপ আপনি যদি ৫ লাখ টাকা বিনিয়োগ করতে চান তাহলে সুদের হার ৭.৫ শতাংশ হবে। যদি আপনি ম্যাচিউরিটি পিরিয়ড পাঁচ বছর রাখেন তাহলে ম্যাচিউরিটির ৫ বছর পর আপনি ৭.২৫ লক্ষ টাকা পেয়ে যাবেন। পাঁচ বছরে আপনি ২.২৫ লক্ষ টাকার সুদ পেয়ে যাবেন। ১০ লক্ষ টাকায় আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত লাভ পাবেন। আপনি সময় থাকতে থাকতে ভিডিও করে বিশাল রিটার্ন পেয়ে যাবেন।

পোস্ট অফিস টাইম ডিপোজিট প্রকল্পে ১ হাজার টাকার মধ্যে আপনাকে বিনিয়োগ শুরু করতে হবে। এর কোন সর্বোচ্চ সীমা নেই তবে সুদ হিসাব হবে তিন মাসে একবার। সুদ পরিশোধ বার্ষিকভাবে করা হবে। যারা সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত রিটার্ন চাইছেন তাদের জন্য এই প্রকল্প সব থেকে ভালো। তবে এই সুদের হার পরিবর্তন হওয়ার সম্ভাবনা মাঝেমধ্যে থাকে।

Related Articles

Back to top button