ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian railways: ট্রেনের মাধ্যমে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন আপনার বাইক? জেনে নিন ভাড়া কত হবে

ভারতীয় রেলের মাধ্যমে আপনি যদি বাইক এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে চান তাহলে খুব কম খরচে আপনি নিয়ে যেতে পারেন

Advertisement

আজকের দিনে পরিবহনের সবথেকে সুবিধা জনক এবং সহজ মাধ্যম হলো ভারতীয় রেল। এই রেলের প্রতিটি পরিষেবা ব্যবহার করে খুব সুবিধাজনক উপায়ে মানুষ এক শহর থেকে অন্য শহরে যেতে পারেন। কখনো চাকরির প্রয়োজনই হোক আবার কখনো উচ্চ শিক্ষার জন্য আজকের সময়ে বদলি হয়ে উঠেছে একটা নিয়মিত প্রক্রিয়া। সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি আজকের দিনে বদলি সবার হয়ে থাকে। এই বদলি হবার সময় সব থেকে বড় সমস্যা হলো পরিবহনের মাধ্যমে। যদি আপনার কাছে কোন বাইক অথবা স্কুটার থাকে তাহলে সেটা অন্য শহরে নিয়ে যেতে আপনার বেশ সমস্যা হতে পারে। কিন্তু আপনি কি জানেন ট্রেন হল ভারতের সবথেকে সহজ উপায় যার মাধ্যমে আপনি এক শহর থেকে অন্য শহরে আপনার প্রিয় বাইকটিকে নিয়ে যেতে পারবেন। আপনি ট্রেনে করে বাইক অথবা স্কুটার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সহজে।

ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এর মাধ্যমে আপনি নিজের বাইক এক শহর থেকে অন্য শহরে খুব সহজে নিয়ে যেতে পারেন। ভারতীয় রেলওয়ে ট্রান্সপোর্টে আপনার পণ্য পাঠানোর দুটি উপায় আছে। প্রথমটি হল পার্সেল এর মাধ্যমে এবং দ্বিতীয় টি হল লাগেজের মাধ্যমে। লাগেজের মানে আপনি বুঝতে পেরেছেন এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য বহন করে নিয়ে যেতে হবে। পরিবহনের এই মাধ্যমটি ব্যবহার করে আপনাকে আপনার বাইক এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে হবে।

প্রথমে আপনার নিকটস্থ রেলওয়ে স্টেশনে যান এবং পার্সেল কাউন্টার থেকে পার্সেল সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ করে ফেলুন। এরপর প্রাসঙ্গিক নথি প্রস্তুত করুন এবং সেগুলোর একটি অনুলিপি আপনার কাছে রেখে দিন। রেলওয়ে কোন পার্সেল বা লাগেজের ভাড়া নির্ধারণ করে ওজনের ভিত্তিতে। ৫০০ কিলোমিটার দূরত্বে একটি বাইক বা স্কুটার পাঠানোর জন্য মোটামুটি ১,২০০ টাকা খরচ করতে হবে আপনাকে। বাইক প্যাক করার খরচ আলাদা হবে।

ভারতীয় রেলওয়ের মাধ্যমে পরিবহনের জন্য আপনার কিছু নথি প্রয়োজন হবে।

১. এর জন্য আপনাকে অন্তত একদিন আগে বুকিং করতে হবে।
২. বাইকের রেজিস্ট্রেশন ইন্সুরেন্স ইত্যাদির কাগজপত্র আপনাকে সঙ্গে রাখতে হবে।
৩. আপনার সাথে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে।
৪. ভালো করে গুছিয়ে নিতে হবে আপনার বাইক এবং বাইকের ট্যাংক একেবারে খালি থাকতে হবে। পেট্রোল ট্যাংকার যদি খালি না থাকে তাহলে আপনাকে ১ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।
৫. বাইকের আরসি এবং বীমার কাগজপত্র থাকতে হবে।
৬. সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যেকোনো সময় আপনি এটি বুক করতে পারেন।

Related Articles

Back to top button