মোদী সরকার ক্ষমতায় আসার পর উন্নতিশীল ভারতকে গোটা বিশ্বের সাথে খাপ খাওয়ানোর জন্য যে পরিকল্পনাগুলি নিয়েছিলো তার মধ্যে ডিজিটাল ইন্ডিয়া অন্যতম উদ্যোগ। এই ডিজিটাল ইন্ডিয়া বাস্তবায়িত করার জন্য দেশের ধনী থেকে দরিদ্র সমস্ত মানুষকে একই গতিতে সামিল হতে হবে। সাম্প্রতিক মুকেশ আম্বানির জিও একটি অভিমত প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন হয়তো বাস্তবে কোনো দিন রূপ পাবে না। কিন্তু জিওয়ের এমন অভিমত প্রকাশের কারণ কি?
সম্প্রতি জিও এর উপর ICU চার্জ লাগব করে ট্রাই। ICU হল ইন্টারকানেক্টেড ইউসেজ চার্জ অর্থাৎ আপনি যে নেটওয়ার্কের গ্রাহক সেই নেটওয়ার্ক ছাড়া অন্য নেটওয়ার্কে ফোন করলে আপনাকে কিছু পয়সা মাসুল গুনতে হবে। এর আগে এই চার্জ ছিল ১৪ পয়সা প্রতি মিনিট কিন্তু সম্প্রতি ট্রাই তা কমিয়ে করে ৬ পয়সা প্রতি মিনিট। ট্রাই ২০২০ সালের জানুয়ারি থেকে ICU চার্জ তুলে নেবে বলে জানিয়েছিল। কিন্তু বাস্তবে তা আদৌ ঘটে নি এবং কবে এই চার্জ বন্ধ তা নিয়েও অনেক জল্পনা রয়েছে। জিও ট্রাইয়ের চার্জকে সম্পূর্ণ গরিব বিরোধী বলেন।
জিও দাবি করে যে এই চার্জ বন্ধ না হওয়ার ফলে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এই চার্জ নীতি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া গোটা বিশ্ব যখন ৫ জি নেটওয়ার্ক এর দিকে এগিয়ে যাচ্ছে ভারতের সিংহভাগ মানুষ তখনও ২জি নেটওয়ার্ক ব্যবহার করবে। বিশেষজ্ঞরা বলেন টেলিকম পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য না হলে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া স্লোগান হয়েই থেকে যাবে।