বিজেপি ২০১৪ সাল থেকে ভারত শাসন করছে, যার মূখ্যভিকায় রয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। আজ মহারাষ্ট্র, হরিয়ানা সহ একাধিক রাজ্যে ভোট তার আগের দিন অর্থাৎ রবিবার পাকিস্তানিদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত। এই নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে রাজনীতি মহলে। কারন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কাশ্মীর সিদ্ধান্তের পর যদি লোকসভা ভোট হত সেক্ষেত্রে বিজেপি ৪০০ টি আসন পেত।
আজ, সোমবার মহারাষ্ট্র, হরিয়ানা সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট। ঠিক তার আগেই কাশ্মীরে পাকিস্তানিদের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। এটা নতুন নয় ২০১৯ এর লোকসভা ভোটের আগেও বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতবাসীর মন জয় করেছিলেন নরেন্দ্র মোদী। আর এটাকেই নিজেদের শক্তিশালী দিক বানিয়ে জয়লাভ করে বিজেপি। কংগ্রেস নেতা অখিলেশ যাদব এই নিয়ে বলেন সার্জিক্যাল স্ট্রাইক একদম পরিকল্পিত মোদী সরকারের দ্বারা। মূলত দেশবাসীর সামনে নিজের শেষ্ঠত্ব প্রচার ছাড়া এগুলি আর কিছু না।
অখিলেশকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তিনি বলেছেন, পাকিস্তানকে জবাব দেওয়ার মোক্ষম সময় হলেই পাল্টা আঘাত দেবে ভারতীয় সেনা, এর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই। এছাড়া তিনি মনে করেন, মহারাষ্ট্র ও হরিয়ানায় কংগ্রেস হেরে যাবে বলে এমন কথা বলছে।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন