Jawani Janeman: ‘আশা ভোঁসলে’এর গানে মনকাড়া এক্সপ্রেশন এক যুবতীর, দেখেই বেকাবু নেটজনতা

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবে সেই ঝলক নিমেষে ভাইরাল হয়। নেটদুনিয়ায় বর্তমানে কেউ…

Avatar

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবে সেই ঝলক নিমেষে ভাইরাল হয়। নেটদুনিয়ায় বর্তমানে কেউ নিজের প্রতিভার সূত্র ধরে, আবার কেউ শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই দেখা দেন ক্যামেরার সামনে। আর এক্ষেত্রে ভাইরাল হতেই বেশিরভাগ মানুষ পা রাখেন এই নেটদুনিয়ায়। এই মুহূর্তে তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

View this post on Instagram

 

A post shared by Dr Neha Chohan (@vibhu.neha)

বর্তমানে ছোট থেকে বড় সকলের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটিয়ে থাকেন আজকের অধিকাংশ মানুষ। আর সোশ্যাল মিডিয়াও এক্ষেত্রে নিরাশ করে না তার নেটজনতাকে। সেও প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনজনক ঝলক নিয়ে হাজির থাকে, যা খুব স্বাভাবিকভাবেই ধরে রাখে নেটনাগরিকদের। বর্তমানে তেমনি আরো এক বিনোদনমূলক নাচের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে নেহা চৌহান নামের এক ডিজিটাল ক্রিয়েটরকে দেখা গিয়েছে। তিনি প্রায়ই বিভিন্ন ট্রেন্ডিং গানের তালে রিল ভিডিও বানিয়ে থাকেন। ঝলকে অমিতাভ বচ্চন, শশী কাপুর, স্মিতা পাতিল ও পারভিন ববি অভিনীত ‘নামাক হালাল’ ছবির অন্যতম হিট গান ‘জওয়ানি জানেমান’এর তালেই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন নেহা চৌহান। সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টের শিফনে এদিন নেটজনতার একাংশের ঘুম উড়িয়েছিলেন তিনি। তার মারকাটারি ফিগার নিঃসন্দেহে হুঁস উড়িয়েছে একাংশের। তিনি যে একজন ফিটনেস ফ্রিক, সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই কিংবা তার ফিগার দেখেই স্পষ্ট হবে। আপাতত, পুরোনো আশা ভোঁসলের গানের তালেই তাল মিলিয়ে ঘায়েল করলেন নিজের অনুরাগীমহলের একাংশকে। অবশ্য সেই ঝলক তার এই রিল ভিডিওর কমেন্টবক্সেই রয়েছে।

About Author