বিভিন্ন ব্যাংকের সংযুক্তিকরণ ও পরিষেবা শুল্ক বাড়ানোর বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিলেন ব্যাংক কর্মীদের দুই সংগঠন এআইবিইএ ও বেফি। ধর্মঘটের প্রভাব পড়বে সারা দেশে এমনটাই দাবি সংগঠন সূত্রে। এমনকি, এটিএম পরিষেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, সমবায় ও গ্রামীণ ব্যাংকগুলিতে স্বাভাবিক পরিষেবা জারি থাকবে। ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে এই ব্যাংকগুলিকে।
আগস্ট মাসের শেষ দিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেন যে, মোট ২৭ টি রাষ্ট্রায়ত্ব ব্যাংককে সংযুক্তিকরণ ঘটিয়ে ১২ টি ব্যাংক করা হয়েছে। এই নিয়ে সরকার পক্ষের দাবি, অর্থনীতিকে চাঙ্গা করতে এবং ব্যাংকের কাজে গতি আনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ ছিল, এতে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে।
সেই আশঙ্কা যে অমূলক নয়, তা বোঝা যায় যখন ব্যাংক কর্মচারীদের দুটি সংগঠন এআইবিইএ ও বেফি যৌথ ভাবে ধর্মঘটের ডাক দেয়। মূলত, ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হলেও একই সাথে রয়েছে গ্রাহকদের পরিষেবা শুল্ক কমানো, চুক্তি অনুযায়ী বেতন বৃদ্ধি সহ আরও ৮ টি দাবি।