এতদিন ঘন্টার পর ঘন্টা নিশ্চিন্তে কথা বলে গিয়েছেন জিও গ্রাহকরা। কিন্তু সেই সুখের দিন আর নেই। মাসের শুরুতেই এসেছিল ধাক্কা। মিনিটে ৬ পয়সার বিনিময়ে কথা বলতে হবে অন্য নেটওয়ার্কে। এবার আরও একটি ধাক্কা দিয়ে মহার্ঘ্য হলো জিও। এতদিন বাজারে যে ১৯ ও ৫২ টাকার সস্তার জিও প্ল্যান বাজারে চালু ছিল, তা হঠাৎই তুলে জিও কর্তৃপক্ষ।
১৯ টাকার স্যাশে প্যাকে ১ দিন ও ৫২ টাকার স্যাশে প্যাকে ৭ জিও-র পরিষেবা উপভোগ করতে পারতেন গ্রাহকরা। বাজার থেকে এই দুটি প্যাক তুলে নেওয়ায় জিও-র ন্যূনতম প্যাক হলো ৯৮ টাকা। এটি কম্বো প্যাক, যা ব্যবহার করা যাবে ২৮ দিন পর্যন্ত।
২০১৮ সালে চালু হওয়া ১৯ টাকার জিও প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ১৫০ এমবি ফোরজি ডাটা ও ২০ টাকা এসএমএস ১ দিনের জন্য এবং ৫২ টাকার জিও প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ১.৫ জিবি ডাটা ও ৭০ টি এসএমএস ৭ দিনের জন্য উপভোগ করতে পারতেন গ্রাহকরা।