টেক বার্তা

আজ থেকে বিশেষ সেল দিচ্ছে OnePlus, একাধিক ফোনে পাবেন অবিশ্বাস্য ডিসকাউন্ট

কেরালার ওনাম উৎসব উপলক্ষে আজ থেকে লাইভ হয়েছে OnePlus Onam Sale। আর এই সেলে OnePlus 11 সিরিজ এবং OnePlus Nord সিরিজে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি।

Advertisement

বর্তমানে ভারতে একাধিক স্মার্টফোন কোম্পানি গ্রাহকদের জন্য নজরকাড়া ডিসকাউন্ট দিচ্ছে। বিশেষ করে ভারতে উৎসবের মরশুম চলছে বলেই একের পর এক অফার ঘোষণা করছে বিভিন্ন স্মার্টফোন নির্মাণ সংস্থা। যেমন কেরালার ওনাম উৎসব উপলক্ষে আজ থেকে লাইভ হয়েছে OnePlus Onam Sale। আর এই সেলে OnePlus 11 সিরিজ এবং OnePlus Nord সিরিজে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি। আর এই সেলের বাজারে খুব কম মূল্যে নিজের স্বপ্নের স্মার্টফোন ক্রয় করতে পারবেন আপনি। চলুন দেখে নেওয়া যাক, কোন স্মার্টফোনের উপর কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছে OnePlus।

1. OnePlus 11 5G: গ্রাহকরা চাইলে OnePlus.in, OnePlus Store, OnePlus Experience Store এবং Amazon India-র মত ওয়েবসাইট থেকে ডিসকাউন্টের মাধ্যমে ক্রয় করতে পারেন OnePlus 11 5G স্মার্ট ফোন। তবে এই ডিসকাউন্টটি পেতে হলে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে গ্রাহকদের। যা ব্যবহার করে সর্বোচ্চ 500 টাকার ডিসকাউন্ট এবং 2000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন গ্রাহকরা।

2. OnePlus 11R 5G: দুর্দান্ত এই স্মার্টফোনটি ওয়ান প্লাসের যেকোন স্টোর থেকে ক্রয় করতে পারবেন গ্রাহকরা। যেখানে সরাসরি 1,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন তারা। শুধু তাই নয়, Samsung, Apple-এর মত স্মার্ট ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

3. OnePlus Nord CE 3 Lite 5G: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এই স্মার্টফোনটি ক্রয় করতে হলে এটাই আপনার জন্য সেরা সুযোগ। যদি আপনার কাছে OneCard, HDFC বা Axis Bank ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তবে সরাসরি 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনি।

Related Articles

Back to top button