এবারে ৪০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে এলপিজি গ্যাস সিলিন্ডারে, জানুন কিভাবে নেবেন এই সুবিধা
সম্প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশ কিছুটা কমিয়েছে গ্যাস সংস্থাগুলি
ক্রমাগত মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন এই পুজোর আগে। টমেটোর পর এবারে পেঁয়াজের দাম বাড়ার কথা থাকলেও পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করে দেওয়ার পর পেঁয়াজের দাম বৃদ্ধি বন্ধ হয়েছে। কিন্তু এখন দেশের মানুষের কাছে সবথেকে বেশি চিন্তার বিষয় হয়ে উঠেছে এলপিজি সিলিন্ডারের দাম। বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হলেও তাতে বিশেষ কোনো লাভ হবে না। কারণ এই মুহূর্তে রাজধানী দিল্লিতে সিলিন্ডারের দাম ৯০৩ টাকা হয়েছে।
অনেকেই বলছেন সরকার এই এলপিজি সিলিন্ডার এর দাম কমিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখেই। নির্বাচন হয়ে গেলেই আবারো গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে যাবে। সম্প্রতি ক্যাবিনেট মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন দেশের সমস্ত দেশীয় কোম্পানির এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেই সিদ্ধান্তের পরে এবারে ৯০৩ টাকা করে সিলিন্ডার পাওয়া যাচ্ছে দিল্লিতে।
আপনাদের জানিয়ে রাখি, গার্হস্থ্য সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পরে এখন যারা উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডার গ্রহণ করছেন তারা ৪০০ টাকা ভর্তুকি পেয়ে যাবেন। এর কারণ হলো এমনিতেই তাদেরকে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয় প্রতি সিলিন্ডারে। সেই কারণে এবারে তারা ৪০০ টাকা ভর্তুকি পেয়ে যাচ্ছেন একসাথে। সরকার এখন উজ্জ্বলা যোজনার অধীনে ৭৫ লাখ সংযোগ প্রদান করতে চলেছে যার ফলে মোট সংযোগ ১০ কোটি ছাড়িয়ে যাবে। এছাড়াও মধ্যপ্রদেশ সরকার বলেছে ক্ষমতায় আসার পরে সিলিন্ডারের দাম তারা ৫০০ টাকা করে দেবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আরো কমতে পারে বলে মনে করা হচ্ছে।