সোনার গহনার হলমার্কিং বাধ্যতামূলক করার পথে হাটছে কেন্দ্রীয় সরকার। কিন্তু হলমার্কিং সোনা কেনার বিশুদ্ধতা নিয়ে প্রশ্নের মুখে ক্রেতারা । আইন অনুযায়ী সেন্টার থেকে যেমন সোনা হলমার্ক হচ্ছে তেমনি কোথাও কোথাও কারচুপি ধরা পরার নজির রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত কেন্দ্রীয় সরকার।
এবার এই সংকটের অবসান হতে চলেছে। এবার নিজস্ব মোবাইল ফোন থেকে সোনার বিশুদ্ধতা যাচাই করা যাবে। এমন প্রযুক্তি আনতে চলেছে কেন্দ্র। যেখানে হলমার্কিং সোনা হবে ডিজিটাল। প্রতিটি সোনায় আলাদা আলাদা কোড নাম্বার দেওয়া থাকবে যা আপনি অনায়াসে অনলাইনে গিয়ে যাচাই করে নিতে পারবেন।