৯ হাজার টাকার কম দামে এই দুর্দান্ত ফোন লঞ্চ করলো Vivo, টেক্কা দেবে iphone কেও
ভিভোর বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের
আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Vivo। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। সম্প্রতি এই কোম্পানির একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন এসেছে যা টেক্কা দেবে আইফোনকেও। কি এর ফোনের নাম বা স্পেসিফিকেশন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বাজেট রেঞ্জে ভারতীয় মার্কেটে ধামাকাদার এন্ট্রি নিয়েছে Vivo YO1। এই ফোনে আপনি ৬.৫১ ইঞ্চির HD ডিসপ্লে পাবেন। ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০hz। ফোনের পিছনে রেকট্যাঙ্গুলার ক্যামেরা বাম্প থাকবে। এই স্মার্টফোনে প্রসেসরের জন্য MediaTek Helio P35 SoC আছে। এছাড়া এতে ২ GB র্যামের সাথে ৩২ GB স্টোরেজ পাওয়া। আপনি স্টোরেজ বাড়াতে পারবেন। আর ১০ ওয়াটের ফাস্ট চার্জিংসহ এই ফোনে ৫০০০ mah এর ব্যাটারি থাকবে।
অন্যদিকে ক্যামেরার কথা বলতে গেলে এতে F/2.0 আপচারের সাথে ৮ মেগাপিক্সল এর রেয়ার ক্যামেরা পাবেন। আর থাকবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। এটি অ্যান্ড্রয়েড ১১ এ চলবে। এবার প্রশ্ন এই ফোনের দাম কত? আপনি শুনলে অবাক হবেন যে এই ফোন আপনি মাত্র ৮,৯৯৯ টাকায় কিনতে পারবেন।