Indian Railway: না আছে কোন জানলা, না আছে কোন দরজা, তাহলে কি কাজে লাগে এই ধরনের ট্রেন
আসলে এই ধরনের ট্রেন একটি বিশেষ কাজেই ব্যবহার করা হয়
আপনার অবশ্যই জীবনে একবার না একবার ট্রেনের সফর করেছেন এবং ট্রেন যাত্রা নিয়ে অনেকেই এখনো স্মৃতি বহন করে রয়েছেন। কিন্তু আপনি কি কখনো দেখেছেন, এমন কোন ট্রেন যেখানে বগিতে কোনরকম দরজা কিংবা জানলা নেই। আপনি হয়তো কখনো এরকম কোন ট্রেন দেখেননি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এরকম ধরনের বগি বিশিষ্ট ট্রেন চালানো হয়, যেখানে কোনরকম জানলা দরজা থাকে না। আজকাল এই ধরনের বগির ডিমান্ড ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন, এই ধরনের ট্রেনে আসলে হয় কি? কেন এরকম অদ্ভুত ব্যবস্থা রাখা থাকে ট্রেনে? চলুন আজকে সেটাই আপনাদের জানাই।
অনেকে হয়তো ভাবেন এই ধরনের ট্রেনে করে গোপনীয় কিছু জিনিস নিয়ে যাওয়া হয়। কিন্তু আদতে এরকমটা নয়। এইগুলি আসলে এক ধরনের মালগাড়ি। এই ধরনের মালগাড়ি ব্যবহার করা হয় মালপত্র ধোয়ার জন্য। এই ধরনের মালগাড়ির আসল নাম হলো এনএমজি ট্রেন অর্থাৎ নিউ মডিফাইড গুডস ট্রেন। এই মাল গাড়ি দেখতে কিন্তু একেবারে একটি প্যাসেঞ্জার ট্রেন এর মতই কিন্তু আসলে অনেকটাই আলাদা থাকে।
আদতে এই ট্রেনের সমস্ত জানলা এবং দরজা বন্ধ থাকে এবং সেই কারণে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লেগে যায় এই একটি ট্রেন তৈরি করতে। এই সমস্ত ট্রেনের সমস্ত জানলা দরজা একেবারে সিল করে দেওয়া হয়। আর পাখা এবং লাইট খুলে দেওয়া হয়। রিটায়ার হয়ে যাওয়া প্যাসেঞ্জার ট্রেনের কোচ পরিবর্তন করে এই ধরনের কোচ তৈরি করা হয়। এই ধরনের ট্রেনে দরজা এবং জানালা বন্ধ করে দেওয়া হয় যাতে জিনিসপত্র নামাতে এবং জিনিস তুলতে বেশ সুবিধা হয়। তার পাশাপাশি এই ধরনের ট্রেনে জানালা দরজা না থাকার কারণে ভিতরে থাকা জিনিসপত্র কোন রকম ভাবেই পরিবর্তন করা যায় না।