দেশনিউজ

PMSBY: কেন্দ্রীয় সরকারের নতুন স্কিম, ২০ টাকা দিলেই মিলবে ২ লাখ টাকার সুবিধা, জানুন কীভাবে

Advertisement

কেন্দ্রীয় সরকার তার নাগরিকদের সুবিধার্থে কিছু না কিছু যোজনা নিয়ে আসছে। সব শ্রেণীর নাগরিকদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হয় যোজনা। সরকারি যোজনায় বিনিয়োগ করে খুব স্বাভাবিকভাবেই লাভবান হন সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রচলিত এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যার সুবিধা খুব সহজেই পেয়ে যেতে পারেন গ্রাহকরাদের সকলেই। এখনো অনেকেই রয়েছেন যাদের কোনো ধারণাই নেই সরকারি প্রকল্পগুলো সম্বন্ধে। কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচলিত এমন একটি প্রকল্প রয়েছে যেখানে ২০ টাকা দিলেই মিলবে ২ লাখ। এক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট থেকেই ‘অটো ডেবিট’ করেই কাটা হবে টাকা। উল্লেখ্য, এটি কোন দুর্ঘটনার কারণে মৃত্যু হলে কিংবা দুর্ঘটনা জনিত কারণবশত অক্ষমতা দেখা দিলেই এটি কার্যকর হয়ে উঠবে। এটি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচলিত প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা।

এই স্কিমের ব্যাপারটি বৈধ ছিল ১’লা জুন থেকে ৩১’শে মে পর্যন্ত। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হওয়ার পর থেকেই শুরু হয় এই স্কিম। ১৮-৭০ বছর বয়সীরাই এই সরকারি স্কিমের জন্য নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিসের সূত্রে নিজেদের নিবন্ধিত করতে পেরেছিলেন।

এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের মতে, এই স্কিমের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহক হতে হবে।‌ কোনো ব্যক্তির যদি একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে, সেক্ষেত্রে সেই ব্যক্তি নিজের মাত্র একটি অ্যাকাউন্টের সূত্রেই এই সরকারি স্কিমের গ্রাহক হতে পারে।

উল্লেখ্য বীমার গ্রাহকদের মৃত্যুর পর ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। হাত, পা ও চোখের ক্ষতি হলেও এই স্কিমের সূত্র ধরে দেওয়া হবে ২ লাখ টাকা। যদি কোনো ঘটনায় একটি হাত,পা বা চোখের ক্ষতি হয় তবে এই বীমা অনুযায়ী পাওয়া যাবে ১ লাখ টাকা।

Related Articles

Back to top button