যাত্রীদের জন্য এক আকর্ষণীয় বিমা নিয়ে এল রেল। আইআরসিটিসি জানিয়েছে, নির্ধারিত টিকিটের সাথে অতিরিক্ত ৪৯ পয়সা দিলে মিলবে বিমার সুবিধা। ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে ১০ লক্ষ টাকা পর্যন্ত এই বিমার সুবিধা মিলবে বলে জানা গেছে। তবে, এই সুবিধা শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে অনলাইনে টিকিট কাটলেই পাওয়া যাবে। অফলাইনে রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলে এর বিমার সুবিধা পাবেন না রেলযাত্রীরা।
আইআরসিটিসি সূত্রের খবর, ভারতীয় রেলে সফর করাকালীন ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে যাত্রী যদি মারা যান বা আজীবন পঙ্গু হয়ে যান তাহলে মিলবে ১০ লক্ষ টাকার বিমা। আর যদি, আংশিক অঙ্গহানি ঘটে তাহলে মিলবে সাড়ে ৭ লক্ষ টাকা। ভারতীয় রেলের এই বিমা প্রকল্পে রেল দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হবে বলে করা হচ্ছে।