Interest rates: এসবিআই পিএনবির বদলে সবথেকে বেশি সুদ অফার করছে এই বেসরকারি ব্যাংক, এক্ষুনি চেক করুন সুদের হার
এই মুহূর্তে ভারতের সবথেকে ভালো ব্যাংক হয়ে উঠেছে এইচডিএফসি ব্যাংক
ভারতের বেশিরভাগ মানুষই আজকাল ফিক্স ডিপোজিটে বিনিয়োগের জন্য অনেক ব্যাংকের সুদের হার পরীক্ষা করে থাকেন। তারা সেখানেই টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন যেখানে তারা বেশি সুদ পেয়ে থাকেন। এখানে আমরা আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্স ডিপজিটে পাওয়া সুদের অনুপাত জানাতে চলেছি। এইচডিএফসি ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। পিএনবি ৭.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এবং SBI বার্ষিক ৭.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭ দিন থেকে ৪৫ দিনের জন্য সাধারণ জনগণের জন্য সুদ অফার করছে ৩ শতাংশ করে। ৪৬ দিন থেকে১৭৯ দিনের জন্য সুদের হার ৪.৫০ শতাংশ করে। ১৮০ দিন থেকে ২১০ দিনের মধ্যে সুদের হার ৫.২৫ শতাংশ করে। ২১১ দিন থেকে এক বছরের কমের মধ্যে সুদের হার ৫.৭৫ শতাংশ। এক বছর থেকে দু বছরের কমের ক্ষেত্রে সাধারণ জনগণের জন্য সুদের হার ৬.৮০ শতাংশ। দু বছর থেকে তিন বছরের মধ্যে সুদের হার ৭ শতাংশ। তিন বছর থেকে ৫ বছরের কমের ক্ষেত্রে সুদের হার ৬.৫০ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছরের ক্ষেত্রে সাধারণ জনগণের জন্য সুদের হার ৬.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার প্রতিক্ষেত্রে .৫০ শতাংশ বেশি।
এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে, ৭ দিন থেকে ১৪ দিনের ক্ষেত্রে সুদের হার ৩ শতাংশ, ১৫ দিন থেকে ২৯ দিনের ক্ষেত্রে সুদের হার ৩ শতাংশ, ৩০ দিন থেকে ৪৫ দিনের ক্ষেত্রে সুদের হার ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ৬০ দিনের ক্ষেত্রে সুদের হার ৪.৫০ শতাংশ, ৬১ দিন থেকে ৮৯ দিনের জন্য সাধারণ জনগণের জন্য সুদের হার ৪.৫০ শতাংশ, ৯০ দিন থেকে ৬ মাসের ক্ষেত্রে সুদের হার ৪.৫০ শতাংশ, ৬ মাস থেকে ৯ মাসের কমের ক্ষেত্রে সুদের হার ৫.৭৫ শতাংশ, নয় মাস একদিন থেকে এক বছরের কমের ক্ষেত্রে সুদের হার ৬%, এক বছর থেকে ১৫ মাসের কমের ক্ষেত্রে সুদের হার ৬.৬০ শতাংশ, ১৫ মাস থেকে ১৮ মাসের কমের ক্ষেত্রে সুদের হার ৭.১০ শতাংশ, ১৮ মাস একদিন থেকে ২১ মাসের কমের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ, ২১ মাস থেকে দুই বছরের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ। এক্ষেত্রেও প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার .৫০ শতাংশ করে বেশি রয়েছে প্রতিক্ষেত্রে
অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৭ দিন থেকে ৪৫ দিনের জন্য সুদের হার দিচ্ছে ৩.৫০ শতাংশ, ৪৬ থেকে ৯০ দিনের জন্য সুদের হার ৪.৫০ শতাংশ, ৯১ দিন থেকে ১৭৯ দিনের জন্য সুদের হার ৪.৫০ শতাংশ। ১৮০ দিন থেকে ২৭০ দিনের মধ্যে সুদের হার ৫.৫০ শতাংশ, ২৭১ দিন থেকে এক বছরের কমের ক্ষেত্রে সুদের হার ৫.৮০ শতাংশ, এক বছরের ক্ষেত্রে সুদের হার ৬.৮০ শতাংশ। ৪৪৪ দিনের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ। এক বছর থেকে দু বছরের জন্য সুদের হার ৬.৮০ শতাংশ এবং দু বছরের বেশি সময়ের ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার ৭ শতাংশ।