রাত পোহালেই শ্রীলংকার আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে তার আগেই বড় বিজ্ঞপ্তি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। জানা গেছে, “রিজার্ভ ডে”-তে খেলা হবে ভারত-পাকিস্তান ম্যাচ। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
নিবন্ধের প্রথমে আমরা আপনাদের বলে রাখি, গ্রুপ পর্যায়ে বৃষ্টির কারণে বিঘ্নিত হয় ভারত-পাকিস্তান ম্যাচ। যার ফলে ক্রিকেটপ্রেমীদের চরম উত্তেজনা শীথল হয়ে পড়ে। কারণ এশিয়া কাপের মেগা আসরে পরস্পর দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ফলে যে কোন পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার ম্যাচ আয়োজন করতে চায় ACC।
উল্লেখ্য, চলতি এশিয়া কাপে এই প্রথম কোন খেলার জন্য “রিজার্ভ ডে” ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া অন্য কোন ম্যাচ খেলা হবে না কোন ‘রিজার্ভ ডে”-তে। আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ১০ই সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
তবে এদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি বৃষ্টির কারণে ১০ই সেপ্টেম্বর ভারত-পাকিস্তান খেলা পরিচালনা করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে ওই খেলাটি ১১ই সেপ্টেম্বর মাঠে গড়াবে। এক্ষেত্রে আমরা আপনাদের বলে রাখি, যদি ১১ই সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয় তবে টানা দুটি ম্যাচ খেলতে হবে বিরাট কোহলিদের। কারণ, ১২ই সেপ্টেম্বর সুপার-৪ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।