ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ই-শ্রম কার্ড তৈরি করলেই প্রতি মাসে পাবেন ১,৫০০ টাকা, জানুন পুরো প্রক্রিয়া

শ্রমিকদের জন্য এই বিশেষ কার্ড তৈরি করেছে ভারত সরকার

Advertisement

কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড প্রকল্পটি সারা ভারতে অত্যন্ত জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হয়ে উঠেছে। ইতিমধ্যেই কোটি কোটি মানুষ এই প্রকল্পের জন্য নিজেকে নিবন্ধন করেছেন। এই প্রকল্পে যে সমস্ত শ্রমিকরা নিবন্ধন করেছেন, তাদেরকে এবং তাদের পরিবারকে নানাভাবে সাহায্য করছে সরকার। অনেকেই সরকারের তরফ থেকে এই সাহায্য গ্রহণ করছেন। তবে অনেক এমন জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেই কাজটা করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। সরকার জানিয়েছে আগামী সময়ে অবশ্যই শ্রমিকদের এবং তাদের পরিবারদের এই সুবিধা প্রদান করা হবে। তবে শুধু আর্থিক সাহায্য নয় এখন মোদি সরকার এই ই-শ্রম কার্ডকে নিয়ে আরো নতুন পরিকল্পনা শুরু করেছে। এখন মোদি সরকার এমন মানুষদের সনাক্ত করছে যাদের সত্যিকারের আর্থিক সাহায্য প্রয়োজন। তাদের এবং তাদের পরিবারের জীবনযাপনের মান উন্নত করার জন্য এবারে ভারত সরকার সচেষ্ট হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই কার্ডের ব্যাপারে কিছু স্পেশাল আপডেট।

সোশ্যাল মিডিয়ায় খবর রটে গিয়েছে, এই প্রকল্পে যারা নিবন্ধন করিয়েছেন তাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট আর্থিক সহায়তা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত। তবে এমনও অনেক মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের লাভ পাচ্ছেন না। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে যারা ব্যাংক একাউন্ট ভুল দিয়েছেন অথবা ফরম পূরণ করার সময় ভুল করেছেন তাদের কাছে এখনো টাকা পৌঁছতে পারছে না সরকার। তবে বেশিরভাগ শ্রমিক এই প্রকল্পে নথিভূক্ত হওয়ার পরে টাকা পেতে শুরু করেছেন। সরকার প্রত্যেক শ্রমিক এবং তাদের পরিবারকে মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে। একটা পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এটা পর্যাপ্ত না হলেও, এটা অবশ্যই একটা বড় সাহায্য। যাতে নিজের সন্তানের শিক্ষার দিকে কোনো সমস্যা না হয়, তার জন্যই মূলত এই টাকা দিয়ে থাকে সরকার।

কিন্তু, সোশ্যাল মিডিয়ায় রটে যাওয়া এই খবর কি সত্যি? প্রতিমাসে কি শ্রমিকরা ১,৫০০ টাকা করে পাচ্ছেন? চলুন সেই খবরের সত্যতা জেনে নেওয়া যাক। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এই সম্পর্কে কোন আপডেট দেওয়া হয়নি। সরকার হয়তো ভবিষ্যতে এরকম একটি যোজনা শুরু করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে শ্রমিকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে বলে কোন ঘোষণা করা হয়নি। এটা এখনো পর্যন্ত শুধুই একটি ভ্রান্ত ধারণা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভুল খবর। এখনো পর্যন্ত ভারত সরকার শুধুমাত্র শ্রমিকদের এই কার্ড যোজনায় অন্তর্ভুক্ত করার কাজ চালাচ্ছে। এই কার্ড ব্যবহার করে আপনি অন্য কোন যোজনা থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তবে সেটা সরাসরি এই যোজনা থেকে হবে না। এটা থেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু ভুল ধারণা ছড়িয়ে পড়েছে।

Related Articles

Back to top button